Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নোটিশ, জুলাই থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Last Updated:

Agnipath Scheme: সোমবারও এই বিক্ষোভের জেরে গোটা দেশে ৫৩৯টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮১টি মেল ট্রেন ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: দেশজোড়া বিক্ষোভের মধ্যেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিষয়ে নোটিশ প্রকাশ করল ভারতীয় সেনা। সেনার তরফ থেকে বলা হয়েছে, আগামী জুলাই মাস থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে, তারপর শারীরিক মাপের কাজ হবে, তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে, তার পর একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। স্থানীয় এআরও-তে এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে যোগাযোগ করা যাবে। বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত নোটিশ তাড়াতাড়ি প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ভোট নেই, তাই সেনাকে অপমান! অগ্নিপথ নিয়ে মুখ খুললেন অভিষেক, কৈলাশকে বহিষ্কারের দাবি
সোমবারও এই বিক্ষোভের জেরে গোটা দেশে ৫৩৯টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮১টি মেল ট্রেন ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি আংশিক বাতিল করা হয়েছে ৪টি মেল ট্রেন ও ৬টি প্যাসেঞ্জার ট্রেন। দেশ জোড়া ভারত বনধে্র যে ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোথাও তেমন অশান্তি না ছড়ায়, তার জন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পঞ্জাবের অমৃতসর রেল স্টেশনের বিশেষ নিরাপত্তাবাহীনি মোতায়েন করা হয়েছে। এ রাজ্যেও গুরুত্বপূর্ণ স্টেশন যেমন হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি, শালিমার স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
advertisement
আরও পড়ুন: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
এ দিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তিনি বলেছেন, এই অগ্নিপথ প্রকল্প আসলে আরএসএস-এর নিজস্ব বাহিনী তৈরির একটি গোপণ প্রক্রিয়া নয় তো? যে ৭৫ শতাংশকে চার বছর বাহিনীতে কাজ করানোর পর ছেড়ে দেওয়া হবে এককালীন ১১ লক্ষ টাকা দিয়ে, তাঁরা আরএসএস-এর বাহিনী হবে না তো! যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট বলেছেন, সকলেরই প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু বিরোধীরা শুধু মোদি সরকারের নামে কুৎসা করতেই ব্যস্ত। শেষ আট বছরে দেশের উন্নতিতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেটাই মুশকিলে ফেলে বিরোধীদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Agnipath Scheme: অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নোটিশ, জুলাই থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement