Abhishek Banerjee on Agnipath: ভোট নেই, তাই সেনাকে অপমান! অগ্নিপথ নিয়ে মুখ খুললেন অভিষেক, কৈলাশকে বহিষ্কারের দাবি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিষেক৷
#আগরতলা: অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কটাক্ষ, ভোটের সময় সেনা বাহিনীকে ব্যবহার করে বিজেপি৷ এখন সামনে ভোট নেই বলেই অগ্নিপথের মতো প্রকল্প নিয়ে এসে সেনাদের উদ্দেশে অপমানজনক কথা বলছেন বিজেপি নেতারা৷
প্রসঙ্গত, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেন, অগ্নিপথ প্রকল্পে যাঁরা চার বছর চাকরি করবেন, তাঁদের ভবিষ্যতে বিজেপি অফিসে দারোয়ান পদে চাকরির জন্যও অগ্রাধিকার দেওয়া হবে৷ বিজেপি নেতার এই মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ এ দিন সেই মন্তব্যেরও কড়া নিন্দা করে কৈলাসকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি তুলেছেন অভিষেক৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডিও অগ্নিবীরদের নিয়ে একই ধরনের অপমানজনক কথা বলেছেন৷
advertisement
advertisement
অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিতর্ক এবং বিক্ষোভ ছড়ালেও এতদিন বিষয়টি নিয়ে তৃণমূলের কোনও শীর্ষ স্থানীয় নেতা কোনও বিবৃতি দেননি৷ দলের তরফে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল৷
advertisement
অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুলে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় বলেন, 'এটা মোদি সরকারের ট্র্যাডিশন৷ নোটবন্দির সময় পরিকল্পনা ছিল না৷ যাঁরা এই প্রকল্পে উপকৃত হবে তাদের কথা ভাবা হয়নি৷ সিএএ, কৃষক আইন, নোটবন্দি- সব ক্ষেত্রে এক৷ দু দিন অন্তর বিধিতে বদল৷' অভিষেক আরও বলেন, 'সেনা, আধা সেনার ছবির আড়ালে গিয়ে নির্বাচনে লড়েন৷ আর পরে বলে অগ্নিবীররা চার বছর পর বিজেপি-র পার্টি অফিসে দাড়োয়ানের কাজ করবে৷ এর থেকে নিন্দার, লজ্জার কী হতে পারে? '
advertisement
আরও পড়ুন: "দেশের যুবাদের উদ্যম বিজেপি অফিস রক্ষার জন্য নয়...", কৈলাশের মন্তব্যে মোদি-বিজেপিকে খোঁচা রাহুলের
কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিষেক৷ তৃণমূল সাংসদের পাল্টা কটাক্ষ, 'বিজেপি নেতার ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট হবে, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে এমএলএ হয়ে ব্যাট দিয়ে পুলিশ দিয়ে মারবে৷ আর সাধারণ, গরিব খেটে খাওয়া মানুষ দাড়োয়ান হবে? এদের আসল উদ্দেশ্য এটাই৷ কৈলাস মুখ ফস্কে বলে ফেলেছেন৷ যাঁরা সেনা নিয়ে এ রকম মন্তব্য করে তাঁদের ঝেঁটিেয় বিদায় করা উচিত৷'
advertisement
দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যে বিক্ষোভ চলছে তাকে সমর্থন জানিয়েছেন অভিষেক৷ তবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের আর্জি জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, 'নৈরাজ্যের পরিবেশ যেন তৈরি না হয়৷ প্রতিবাদ, প্রতিরোধের রাস্তা বেছে নেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে৷ কিন্তু বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয়৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 12:53 PM IST