Abhishek Banerjee on Agnipath: ভোট নেই, তাই সেনাকে অপমান! অগ্নিপথ নিয়ে মুখ খুললেন অভিষেক, কৈলাশকে বহিষ্কারের দাবি

Last Updated:

কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিষেক৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল চিত্র
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল চিত্র
#আগরতলা: অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কটাক্ষ, ভোটের সময় সেনা বাহিনীকে ব্যবহার করে বিজেপি৷ এখন সামনে ভোট নেই বলেই অগ্নিপথের মতো প্রকল্প নিয়ে এসে সেনাদের উদ্দেশে অপমানজনক কথা বলছেন বিজেপি নেতারা৷
প্রসঙ্গত, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেন, অগ্নিপথ প্রকল্পে যাঁরা চার বছর চাকরি করবেন, তাঁদের ভবিষ্যতে বিজেপি অফিসে দারোয়ান পদে চাকরির জন্যও অগ্রাধিকার দেওয়া হবে৷ বিজেপি নেতার এই মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷ এ দিন সেই মন্তব্যেরও কড়া নিন্দা করে কৈলাসকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি তুলেছেন অভিষেক৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডিও অগ্নিবীরদের নিয়ে একই ধরনের অপমানজনক কথা বলেছেন৷
advertisement
advertisement
অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিতর্ক এবং বিক্ষোভ ছড়ালেও এতদিন বিষয়টি নিয়ে তৃণমূলের কোনও শীর্ষ স্থানীয় নেতা কোনও বিবৃতি দেননি৷ দলের তরফে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল৷
advertisement
অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুলে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় বলেন, 'এটা মোদি সরকারের ট্র্যাডিশন৷ নোটবন্দির সময় পরিকল্পনা ছিল না৷ যাঁরা এই প্রকল্পে উপকৃত হবে তাদের কথা ভাবা হয়নি৷ সিএএ, কৃষক আইন, নোটবন্দি- সব ক্ষেত্রে এক৷ দু দিন অন্তর বিধিতে বদল৷' অভিষেক আরও বলেন, 'সেনা, আধা সেনার ছবির আড়ালে গিয়ে নির্বাচনে লড়েন৷ আর পরে বলে অগ্নিবীররা চার বছর পর বিজেপি-র পার্টি অফিসে দাড়োয়ানের কাজ করবে৷ এর থেকে নিন্দার, লজ্জার কী হতে পারে? '
advertisement
কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেন অভিষেক৷ তৃণমূল সাংসদের পাল্টা কটাক্ষ, 'বিজেপি নেতার ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট হবে, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে এমএলএ হয়ে ব্যাট দিয়ে পুলিশ দিয়ে মারবে৷ আর সাধারণ, গরিব খেটে খাওয়া মানুষ দাড়োয়ান হবে? এদের আসল উদ্দেশ্য এটাই৷ কৈলাস মুখ ফস্কে বলে ফেলেছেন৷ যাঁরা সেনা নিয়ে এ রকম মন্তব্য করে তাঁদের ঝেঁটিেয় বিদায় করা উচিত৷'
advertisement
দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় যে বিক্ষোভ চলছে তাকে সমর্থন জানিয়েছেন অভিষেক৷ তবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের আর্জি জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, 'নৈরাজ্যের পরিবেশ যেন তৈরি না হয়৷ প্রতিবাদ, প্রতিরোধের রাস্তা বেছে নেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে৷ কিন্তু বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয়৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee on Agnipath: ভোট নেই, তাই সেনাকে অপমান! অগ্নিপথ নিয়ে মুখ খুললেন অভিষেক, কৈলাশকে বহিষ্কারের দাবি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement