Bharat Bandh against Agnipath: অগ্নিপথের বিরোধিতায় আজ ভারত বনধ! কড়া নিরাপত্তা বিহার সহ বহু রাজ্যে, সতর্ক নবান্নও

Last Updated:

অগ্নিপথ বিক্ষোভ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহারে৷ শুধুমাত্র বিহারের উপর দিয়ে যাতায়াতকারী ৩৫০টি ট্রেন বাতিল করতে হয়েছে৷

অগ্নিপথের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক। Photo- PTI
অগ্নিপথের প্রতিবাদে আজ ভারত বনধের ডাক। Photo- PTI
টানা কয়েকদিনের বিক্ষোভের পর আজ অগ্নিপথ প্রকল্প রুখতে দেশ জুড়ে বনধ পালনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা৷ এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য৷ এ রাজ্যে সেভাবে বিক্ষোভের আগুন না ছড়ালেও সতর্ক থাকছে নবান্নও৷
অগ্নিপথ বিক্ষোভ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহারে৷ শুধুমাত্র বিহারের উপর দিয়ে যাতায়াতকারী ৩৫০টি ট্রেন বাতিল করতে হয়েছে৷ বিহারে বিজেপি-র পার্টি অফিসগুলির নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে৷ বিহারের অন্তত কুড়িটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
advertisement
advertisement
কেরল সরকারও জানিয়েছে, সরকারি ও বেসরকারি সম্পত্তিকে রক্ষা করতে গোটা পুলিশবাহিনীকে নামানো হয়েছে৷ ঝাড়খণ্ডেও অগ্নিপথের প্রতিবাদে বনধের কথা মাথায় রেখে সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ অন্যদিকে, ঝাড়খণ্ডে নবম এবং একাদশ শ্রেণির যে পরীক্ষা চলছিল, তাও পিছিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
দিল্লির গৌতম বুদ্ধ নগরের কাছেও বড় কোনও জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷ সাধারণ মানুষকে আইন ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়েছে৷ দিল্লির কাছে ফরিদাবাদেও রাস্তা অবরোধের চেষ্টা চলছে৷ তা আটকাতে প্রায় ২০০০ পুলিশকর্মীকে আজ রাস্তায় মোতায়েন করা হবে৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ কংগ্রেস কর্মীরা দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবেন৷ তবে বিক্ষোভ, বনধ যাই হোক না কেন, কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার প্রশ্নই নেই৷ বরং যাঁরা অগ্নিপথ প্রকল্পে চাকরির জন্য আবেদন করবে, তাঁরা যে এই ধরনের বিক্ষোভ বা ভাঙচুরে অংশ নেননি, সেই মর্মে তাঁদের থেকে মুচলেকা নেবে সরকার৷ ভুয়ো খবর ছড়িয়ে পড়া ঠেকাতে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকেও নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bharat Bandh against Agnipath: অগ্নিপথের বিরোধিতায় আজ ভারত বনধ! কড়া নিরাপত্তা বিহার সহ বহু রাজ্যে, সতর্ক নবান্নও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement