Rahul Gandhi: "দেশের যুবাদের উদ্যম বিজেপি অফিস রক্ষার জন্য নয়...", কৈলাশের মন্তব্যে মোদি-বিজেপিকে খোঁচা রাহুলের

Last Updated:

Rahul Gandhi: কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যের তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধি। তিনি একটি ট্যুইট পোস্টে লিখেছেন, "যাঁরা স্বাধীনতার ৫২ বছর ধরে তেরঙ্গা উত্তোলন করেননি তাদের কাছে সেনাদের সম্মান দেওয়া আশা করা যায় না।"

কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে তীব্র নিন্দা রাহুল গান্ধির File Photo
কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে তীব্র নিন্দা রাহুল গান্ধির File Photo
#নয়াদিল্লি : সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের (Agneepath Scheme) মাধ্যমে নিয়োগের প্রতিবাদে দেশজুড়ে অশান্তি অব্যাহত। বিক্ষোভের জেরে ইতিমধ্যেই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যে প্রতিবাদী আন্দোলকারীদের ক্ষোভ বাড়ছে বলে অভিযোগে সোচ্চার বিরোধীরা। এই নিয়ে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বিতর্কিত মন্তব্য নতুন করে ঘি দিয়েছে অগ্নিপথের আগুনে।
'অগ্নিপথ'-এর বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছে আসমুদ্র হিমাচল ঠিক তখনই এই নিয়ে একের পর এক বিভ্রান্তকারী মন্তব্য করে চলেছেন নেতা মন্ত্রীরা এমনটাই অভিযোগ তোলা হয়েছে বিরোধী শিবির থেকে। দিন দু'য়েক আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সাংবাদিক বৈঠকে বলেন, অগ্নিবীরদের নাপিত, ইলেকট্রিসিয়ান, চালকের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁর দাবি, এরফলে চার বছর পর স্বনির্ভর হতে পারবেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা(Agneepath)। তারমধ্যেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলে বসেন, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের চার বছর পর তাঁদের বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের নিরাপত্তারক্ষীর কাজে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের এই মন্তব্যের প্রতিবাদ শুরু হয়েছে নেটমাধ্যমে। নেটাগরিকদের মন্তব্য, আসলে অগ্নিবীরদের নিয়ে এমনই পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
advertisement
advertisement
কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যের তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধি। তিনি একটি ট্যুইট পোস্টে লিখেছেন, "যাঁরা স্বাধীনতার ৫২ বছর ধরে তেরঙ্গা উত্তোলন করেননি তাদের কাছে সেনাদের সম্মান দেওয়া আশা করা যায় না। দেশের যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার উদ্যম রয়েছে, নিরাপত্তারক্ষী হয়ে বিজেপি অফিস রক্ষা করার জন্য নয়, দেশকে রক্ষা করার জন্য সেই উদ্যম।" একইসঙ্গে রাহুল যোগ করেছেন, কৈলাশবিজয়বর্গীয়র মন্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা এই অপমানের ওপর সিলমোহর লাগিয়েছে।"
advertisement
advertisement
একই মন্তব্য ঘিরে সরব হয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি। নিন্দা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধিও। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় নিয়োগ করলে চাকরিপ্রার্থীদের কাজের নিশ্চয়তা থাকবে কি না, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়কে। উত্তরে তিনি বলেন, “অগ্নিবীররা বিশেষ প্রশিক্ষণ পাবেন। চার বছর চাকরি করে বেরনোর পরে ১১ লক্ষ টাকা। এছাড়াও সারাজীবন অগ্নিবীর হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন তাঁরা। ” এরপরেই বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, “যদি বিজেপির অফিসে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে অগ্নিবীরদেরকেই আগে সুযোগ দেওয়া হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: "দেশের যুবাদের উদ্যম বিজেপি অফিস রক্ষার জন্য নয়...", কৈলাশের মন্তব্যে মোদি-বিজেপিকে খোঁচা রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement