IIT Kharagpur: JEE Advanced র্যাঙ্ক ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ IIT খড়গপুরে, কীভাবে? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
IIT Kharagpur: এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এ র্যাঙ্ক না করেই আইআইটি খড়গপুরে ভর্তি হওয়ার সুযোগ থাকছে পড়ুয়াদের কাছে। কীভাবে জানুন...
কলকাতা: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়ার পরে বহু ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ঝুঁকে পড়েন এবং চেষ্টা করেন যাতে দেশের সবথেকে শ্রেষ্ঠ প্রকৌশলী প্রতিষ্ঠান আইআইটিগুলিতে সুযোগ পাওয়ার জন্য। আর এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষায় পাশ এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এ র্যাঙ্ক করতে হয়। তারপরেই একজন প্রার্থী আইআইটিতে পড়ার স্বপ্নপূরণ করতে পারেন। কিন্তু এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এ র্যাঙ্ক না করেই আইআইটি খড়গপুরে ভর্তি হওয়ার সুযোগ থাকছে পড়ুয়াদের কাছে।
যে সকল পড়ুয়ারা আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হবে, তাঁদের এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা ছাড়াই আইআইটি খড়গপুরে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) এবং ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে বিকল্প পথ চালু করছে আইআইটি খড়গপুর। এই বিকল্প ব্যবস্থার অন্যতম মানদণ্ড হল শিক্ষার্থীদের জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, হয় সাধারণ র্যাঙ্ক তালিকার অথবা বিভাগ-ভিত্তিক তালিকার ভিত্তিতে।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে ২২ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ UGC-র, বাংলার কোন ইউনিভার্সিটি তালিকায়?
আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘সেনেট অনুমোদন করেছে যে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে, আমরা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের মাধ্যমে ভর্তির প্রাথমিক চ্যানেলকে ব্যাহত না করে বিকল্প পথে শিক্ষার্থীদের ভর্তি করব। ইনস্টিটিউট গ্রহণযোগ্যতার মানদণ্ড হিসাবে স্পোর্টস এক্সিলেন্স অ্যাডমিশন (এসইএ) এবং সায়েন্স অলিম্পিয়াড এক্সিলেন্স অ্যাডমিশন (এসসিওপিই)-এর মতো বিভিন্ন সম্ভাবনা অন্বেষণ করছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
advertisement
advertisement
আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে
তিনি আরও বলেন, ‘একটি মানদণ্ড হবে যে শিক্ষার্থীদের অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি জয়েন্ট এন্ট্রান্স গুরুত্বপূর্ণ হলেও, এটি কেবল আইআইটি-তে যোগ্য শিক্ষার্থীদের দক্ষতা এবং গুণাবলী নির্ধারণ করতে পারে না।’ এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ভর্তি প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন মেধার শিক্ষার্থীকে আকৃষ্ট করা। আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি বম্বে, আইআইটি গান্ধিনগর এবং আইআইটি ইন্দোরের মতো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড জেইই রুটের পাশাপাশি অলিম্পিয়াড এবং স্পোর্টস এক্সিলেন্স পাথওয়ের মাধ্যমে ভর্তির সুযোগ করে দিয়েছে।
advertisement
কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত একটি স্ক্রিনিং প্রসেস, সংশ্লিষ্ট বিভাগের সিদ্ধান্ত এবং সবশেষে সেনেটের সিদ্ধান্তের উপর নির্ভর করে সেই পড়ুয়ার ভর্তি হওয়ার বিষয়টি। প্রতি বছর ছয়জন পড়ুয়া আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় পড়ুয়াদের। সরকার আয়োজিত বিভিন্ন অলিম্পিয়াডে উত্তীর্ণ হয়ে তবেই মেলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 6:07 PM IST

