IIT খড়্গপুরে চাকরির সুযোগ! মোটা অঙ্কের বেতন, কীভাবে আবেদন করবেন? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
এম.টেক করেছেন? গবেষণা করা আপনার স্বপ্ন? আইআইটিতে চাকরি খুঁজছেন
পশ্চিম মেদিনীপুর: আপনি কি এম.টেক করেছেন? গবেষণা করা আপনার স্বপ্ন? আইআইটিতে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ ভারতের প্রযুক্তিবিদ্যার এই অন্যতম সেরা প্রতিষ্ঠানে। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার সিস্টেম কিংবা মেকানিক্যাল বিষয়ে এম.টেক করা থাকলে মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ দিচ্ছে আই.আই.টি খড়গপুর।
সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে গবেষণা সংক্রান্ত কাজের জন্য মোটা অঙ্কের বেতনে একজন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখনই আবেদন জানান এই বিশেষ কাজের জন্য।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। আবেদনকারীর ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার সিস্টেম কিংবা মেকানিক্যাল/ক্রায়োজেনিক্স অথবা থার্মাল বিষয়ে এমটেক অথবা বিই ডিগ্রি থাকতে হবে।
কোনও অভিজ্ঞতা না থাকলেও আবেদন জানান যাবে এই বিশ্বাস পদের জন্য। ব্যাঙ্গালুরুর সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট এর সহযোগিতায় Thermal and electrical characterization of dielectric material for HTS cable at 77K and below.(CHC) প্রকল্পে কাজের জন্য একজন গবেষক নিয়োগ করবে আইআইটি।
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মোট একজন ব্যক্তি নিয়োগ করা হবে। এই প্রকল্পে কাজের জন্য প্রতিমাসে সাম্মানিক ২৭ হাজার টাকা দেওয়া হবে। ১০০ টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন জানাতে হবে।অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছর। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুলাই ২০২৫।
advertisement
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। গবেষণার ইচ্ছে থাকলে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 6:02 PM IST