Birbhum News: বিদ্যুৎ দফতরের নাম ভাঙিয়ে সাইবার ফাঁদ! ব্যবসায়ীর তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় তিন লক্ষ টাকা!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বিশ্বাস করে ব্রজেশ্বরবাবু সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপদ। মুহূর্তের মধ্যে তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। তিনি বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে।
advertisement
ঘটনাটি ঘটেছে সোমবার। সেদিন দোকানে কাজ করছিলেন ব্রজেশ্বরবাবু। সেই সময় একটি ফোন আসে তাঁর মোবাইলে। অপর প্রান্ত থেকে নিজেকে বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে বলা হয়, তাঁর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তিনি জানান, তিনি আগেই বিল পরিশোধ করেছেন এবং ফোন কেটে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের ফোন আসে একই নম্বর থেকে, এবার বলা হয় বিল সংক্রান্ত সমস্যা মেটাতে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
বিশ্বাস করে ব্রজেশ্বরবাবু সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপদ। মুহূর্তের মধ্যে তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। তিনি বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে। তড়িঘড়ি করে ব্যাংকে ছুটে যান তিনি। ব্যাংকে গিয়ে দেখা যায়, তাঁর এবং তাঁর পরিবারের তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা উধাও।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
ব্রজেশ্বর গড়াই বলেন, "ফোনে আমাকে বলা হয়েছিল আমার বিল আপডেট হচ্ছে না। আমি দোকানে ব্যস্ত থাকায় ফোন কেটে দিই। পরে আবার ফোন করে বলে একটা অ্যাপ ডাউনলোড করতে। আমি করতেই দেখি ফোন কালো হয়ে গেল। এরপর একের পর এক তিনটি ব্যাংক থেকে টাকা উধাও।"ঘটনার পরই তিনি সিউড়ির সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
বিশেষজ্ঞদের পরামর্শ, বিদ্যুৎ দফতর, ব্যাংক বা কোন সরকারি দফতর কখনও ফোনে কোন অ্যাপ ডাউনলোড করতে বলে না। এমন ফোন এলে সঙ্গে সঙ্গে কলটি কেটে দিতে হবে, নম্বরটি ব্লক করতে হবে এবং সাইবার থানায় অভিযোগ জানাতে হবে। প্রশাসনের পক্ষ থেকেও আহ্বান "অচেনা নম্বর থেকে ফোনে ব্যক্তিগত বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
