Salt Lake Jeweller Death: দত্তবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, নাম জড়াল রাজগঞ্জের বিডিও-র!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ আজ সেই মৃতদেহ শনাক্ত হয়৷
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ সোনার দোকানের মালিককে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও-র৷ যদিও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ আজ সেই মৃতদেহ শনাক্ত হয়৷ জানা যায়, মৃতের নাম স্বপন পামেল্লা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, কিছু দিন আগে ধুপগুড়ির বিডিও-র বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল৷ খোয়া যায় বেশ কিছু সোনার গয়না৷ রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন এর আগে ধুপগুড়ির বিডিও ছিলেন৷ মৃত স্বর্ণব্যবসায়ীর পরিবারের অভিযোগ, পুলিশের মারফত বিডিও জানতে পারেন, তার বাড়ি থেকে চুরি হওয়া গয়না দত্তাবাদের ওই সোনার দোকানে বিক্রি করা হয়েছে৷
advertisement
advertisement
এই খবর পেয়ে কয়েক দিন আগে বিডিও প্রশান্ত বর্মন নিজেই দত্তাবাদে স্বপনবাবুর দোকানে হাজির হন বলে দাবি মৃতের পরিবারের৷ কিন্তু তখন দোকান বন্ধ ছিল৷ দোকানের নামের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরেও ফোন করেন বিডিও৷ কিন্তু কেউ ফোন তোলেননি৷ কিন্তু গত মঙ্গলবার ফোনে কথা বলার পর নীল বাতি লাগানো গাড়ি চড়ে বিডিও নিজেই ওই দোকানে হাজির হন বলে মৃতের পরিবারের দাবি৷
advertisement
অভিযোগ, দোকানে আসার পরই দোকান মালিক স্বপন পামেল্লা এবং তাঁর বাড়িওয়ালাকে বিডিও-র গাড়িতে করেই নিউ টাউনের একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ বুধবার দিন ওই নীল বাতি লাগানো গাড়িতেই বাড়ির মালিককে ফের দত্তাবাদে ছেড়ে দিয়ে যাওয়া হলেও স্বপন ফেরেননি৷ বৃহস্পতিবার দিন যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ৷ সেই দেহে আঘাতের চিহ্নও ছিল৷
advertisement
স্বপনের খোঁজ না পেয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ তখনই স্বপনের ছবি দেখে পুলিশ নিশ্চিত হয়, নিউ টাউনে উদ্ধার হয় মৃতদেহটি নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীরই৷ ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷
এই ঘটনার সঙ্গে তাঁর সত্যিই যোগ রয়েছে কি না, তা জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ যদিও প্রশ্ন এড়িয়ে তাঁর সংক্ষিপ্ত জবাব, বার বার বিরক্ত করবেন না৷ খুনের অভিযোগে বিডিও-র যুক্ত থাকা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 9:21 PM IST

