IIM Calcutta: ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ক্যাপিটাল মার্কেট বিষয়ে বিশেষ কোর্স শুরু আইআইএম কলকাতার

Last Updated:

Investment Banking, & Capital Markets: এই কোর্সের জন্য মোট খরচ ৩ লক্ষ ৯৮ হাজার টাকা+জিএসটি

#কলকাতা: ইমারটিকাস লার্নিংয়ের (Imarticus Learning) সঙ্গে যৌথ উদ্যোগে এবার ক্যাপিটাল মার্কেট এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং (Executive Program in Investment Banking, & Capital Markets) নিয়ে কোর্স শুরু করল আইআইএম কলকাতা (IIM Calcutta)। অর্থনৈতিক পরিষেবায় কর্মসংস্থানকে মজবুত করতেই এই বিশেষ উদ্যোগ বলে সূত্রের খবর। আইআইএম কলকাতার অধ্যাপক অর্ণব ভট্টাচার্য এবং অধ্যাপরক সুধাকর রেড্ডি এই দীর্ঘমেয়াদি প্রজেক্টের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করবেন।
এক বছরের এই কোর্সে একটি প্রাথমিক মডিউল এবং সাতটি অ্যাডভান্সড মডিউল রয়েছে। রয়েছে তিনদিনের একটি কর্মশালাও যা আইআইএম কলকাতার (IIM Calcutta) ক্যাম্পাসেই আয়োজিত হবে শুরুর দিকে। আর একদম শেষের দিকেও ফের একটি তিন দিনের কর্মশালার আয়োজন হবে। সপ্তাহে একদিন অনলাইনে এই বিষয়ে শেখানো হবে পড়ুয়াদের। এই কোর্সের জন্য মোট খরচ ৩ লক্ষ ৯৮ হাজার টাকা+জিএসটি।
advertisement
advertisement
এই পাঠ্যক্রম শুরুর বিষয়ে কথা বলতে গিয়ে আইআইএম কলকাতার (IIM Calcutta) প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক অর্ণব ভট্টাচার্য বলেন, “পড়ুয়াদের এমন পড়াশোনার সুযোগ দিতে হবে যাতে কর্মজীবনে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সেরা হয়ে উঠতে পারে, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইআইএম কলকাতার দায়িত্ব এটাই। এই বিষয়ে আমাদের যারা শিক্ষক রয়েছেন তাঁরা অত্যন্ত দক্ষ এবং তাঁদের অভিজ্ঞতাও অনেক।”
advertisement
আইআইএম কলকাতার অধ্যাপক সুধাকর রেড্ডি বলেন, “ইমারটিকাস লার্নিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের এই নতুন কোর্সটি (Investment Banking, & Capital Markets) অর্থনৈতিক পরিষেবার যে বিস্তীর্ণ ক্ষেত্র তার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করিয়ে দেবে। ইমারটিকাস লার্নিংয়ের মতো বিশ্বমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারাটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গর্বের।”
advertisement
"ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এমন একটি ক্রমবর্ধমান ক্ষেত্র যেখানে অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার মানুষদের প্রয়োজন বাড়তে চলেছে আগামীতে। ক্যাপিটাল মার্কেট এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং নিয়ে আইআইএম কলকাতার সঙ্গে এই কোর্সটি পড়ুয়াদের জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে তোলার জন্যই। ক্যাপিটাল মার্কেট এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের জগতে নিজের কর্মজীবনকে প্রতিস্থাপিত করতে এই কোর্সটি সাহায্য করবেই। আই আই এম কলকাতার অভিজ্ঞ অধ্যাপক এবং প্রোগ্রাম ডিরেক্টররা রয়েছেন, ইমারটিকাস লার্নিংয়ের বিশেষজ্ঞরা রয়েছেন, সবাই মিলে পড়ুয়ারা যাতে বিষয়টির গভীরে গিয়ে শিখতে পারে তাই নিশ্চিত করবেন। আমরা আইআইএম কলকাতার সঙ্গে জুড়তে পেরে আনন্দিত। আশা রাখি এই সম্পর্ক দীর্ঘমেয়াদি হবে,” বলেন ইমারটিকাস লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক নিখিল বারিষকার।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIM Calcutta: ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ক্যাপিটাল মার্কেট বিষয়ে বিশেষ কোর্স শুরু আইআইএম কলকাতার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement