Kolkata Job: চাকরির বাজারে ভারতের বহু শহরকে টেক্কা দিল কলকাতা, গত তিন মাসেই তিলোত্তমায় চাকরি পেয়েছেন কয়েক লক্ষ যুবক-যুবতী!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kolkata Job: ২৫ লক্ষ চাকরিপ্রার্থীদের মধ্যে অধিকাংশ বেকার যুবক-যুবতীরাই যুক্ত হয়েছেন একাধিক বেসরকারি সংস্থায়।
#কলকাতা: গত দু'বছর ধরে চলতে থাকা করোনা আবহে বিপর্যস্ত গোটা দেশের পাশাপাশি এই রাজ্যের অর্থনীতি। করোনাকালে গত দু'বছরে কাজ হারিয়েছেন বহু মানুষ। তবে অর্থনীতির বেহাল অবস্থাকে সামাল দিয়ে ফের স্বমহিমায় মাথা তুলে দাঁড়িয়েছে কলকাতার কাজের বাজার। অবশ্য এই অসাধ্য সাধন হয়েছে আপনা. কো-এর (apna.co) হাত ধরে। সাম্প্রতিক সময়ে চাকরির বাজারে (Kolkata Job) ওই অ্যাপটির হাত ধরে ইতিমধ্যেই খোদ কলকাতাতেই কাজ জুটিয়ে নিয়েছেন কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী। কাজের বাজারে (Career And Job) উঁকি মারলেই তার প্রমাণ স্বচক্ষে দেখে নেওয়া যাবে পুরোদস্তুর।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কেন কলকাতা সাম্প্রতিক সময়ে দেশের বহু নামজাদা শহরকে টেক্কা দিয়েছে কাজের বাজারে। জানা গিয়েছে, গত তিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর-২০২১ থেকে ডিসেম্বর-২০২১ এই তিন মাসের ব্যবধানে কলকাতায় বেসরকারি সংস্থায় কাজ পেয়েছেন কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী। সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান বলছে গত তিন মাসে প্রায় ২৫ লক্ষ চাকরি প্রার্থী তাঁদের ইন্টারভিউ দিয়েছেন কলকাতার বেসরকারি কোম্পানিগুলিতে। শুধুমাত্র ইন্টারভিউ নয়, এই ২৫ লক্ষ চাকরিপ্রার্থীদের মধ্যে অধিকাংশ বেকার যুবক-যুবতীরাই যুক্ত হয়েছেন একাধিক বেসরকারি সংস্থায়।
advertisement
advertisement
সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, গত বছর জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় চাকরির বাজারে শূন্য পদের সংখ্যা প্রায় ১০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গোটা উত্তর-পূর্ব ভারতের মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য আদর্শ হয়ে উঠেছে তিলোত্তমা (Kolkata Job) । কোথাও টেলিকলার কিংবা বিপিও, ডেলিভারি পার্সন, ব্যাক অফিস, সেলস (ফিল্ডওয়ার্ক), আবার কোথাও অ্যাকাউন্টস, রিটেইল, মার্কেটিং, কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর, লজিস্টিকস, অপারেশনস, হিউম্যান রিসোর্স-এর মতো কাজে নিজেদের নিযুক্ত করেছেন চাকরিপ্রার্থীরা।
advertisement
গত তিন মাসেই এই ধরনের চাকরির (Career And Job) বাজরে চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বেকার যুবক-যুবতীরা তাঁদের পছন্দের চাকরির খোঁজ পেয়েছেন আপনা.কো অ্যাপ-এ নাম লিখিয়ে। তবে ওই সব চাকরি প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক বেকার যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাশ বলেই জানা গিয়েছে। চাকরির খোঁজ (Kolkata Job) দেওয়া ওই সংস্থাটি অর্থাৎ আপনা.কো-এর তরফ থেকে একটি লক্ষ্য নেওয়া হয়েছে- চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ ও অর্থনৈতিক পরিকাঠামোর সাপেক্ষে তাঁদের কাজে নিযুক্ত করা। এ বিষয়ে আপনা.কো-এর আধিকারিক মানস সিং জানিয়েছেন, "ইতিমধ্যেই কলকাতাতে (Career And Job) প্রায় এক চতুর্থাংশ চাকরির সুযোগ বৃদ্ধি হয়েছে। আগামীদিনে আরও বেশি মাত্রায় চাকরি প্রার্থীদের কাজের সুযোগ করিয়ে দিয়ে কলকাতাকে দেশের বৃহত্তম কর্মসংস্থানের হিসাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য"।
Location :
First Published :
February 04, 2022 4:41 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Kolkata Job: চাকরির বাজারে ভারতের বহু শহরকে টেক্কা দিল কলকাতা, গত তিন মাসেই তিলোত্তমায় চাকরি পেয়েছেন কয়েক লক্ষ যুবক-যুবতী!