ICSE Board Result 2023: সারা দেশে প্রথম বাংলার সম্বিত, তাঁর নম্বর শুনলে চমকে যাবেন!
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ। আইসিএসইতে দেশে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। আজ প্রকাশিত হয়েছে ICSE দশম শ্রেণি ফলাফল।
আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ। আইসিএসইতে দেশে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। আজ প্রকাশিত হয়েছে ICSE দশম শ্রেণি ফলাফল। ICSE দশম শ্রেণির পরীক্ষায় মোট ২,৩১,০০০ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করেছিল। রাজ্যের বিভিন্ন স্কুল থেকেও খুবই ভাল ফল করেছে পরীক্ষার্থীরা। কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলা থেকে সেরা তিনে আছে মোট ২২ জন।
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
সম্বিত ৫০০-এর মধ্যে মোট ৪৯৯ নম্বর পেয়েছে। খবর আসতে স্বাভাবিক ভাবেই খুশি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। আনন্দের জোয়ারে ভাসছে তাঁর স্কুল ও পরিবার। রাজ্যের মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে ২১ জন, তাঁরা হল। কলকাতার অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অনুরাগ নন্দী, মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানী, কলকাতার ডি. পল স্কুলের শ্রেয়াশী বিশ্বাস, কলকাতার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, জোকার গার্ডেন হাই স্কুলের আরণ্যক রায় প্রত্যেকে ৪৯৮ নম্বর পেয়েছে। মোট পাঁচজন দ্বিতীয় স্থান অধিকার করেছে।
advertisement
advertisement
অন্যদিকে, ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী, মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের মহিকা দে, বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের অন্তরা দাঁ, শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলের শিলাজিৎ ঘোষ, গোবিন্দ সরদা, কলকাতার নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের অঙ্কন রায়, সায়ন সেন, অহনা বন্দ্যোপাধ্যায়, ডরথী মজুমদার, দীপ্তাংশু রায়, কলকাতার পৈলান ওয়ার্ল্ড স্কুলের রৌনক রায়, কল্যাণীর জুলিয়েন্ট ডে স্কুলের সৌম্যজ্যোতি বিশ্বাস, নৈহাটির সেন্ট ল্যুক ডে স্কুলের অরুনাভ দত্ত, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের সিঞ্জিনী মিত্র, কলকাতার দ্য হেরিটেট স্কুলের অপ্রতীম গঙ্গোপাধ্যায়, কলকাতার সেন্ট স্টিফেনস স্কুলের রুপম মন্ডল সকলেই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাজ্যের মধ্যে। মোট ১৬ জন রয়েছে তৃতীয়তে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 6:29 PM IST