CBSE Class 10 Social Science Deleted Syllabus 2023-24: CBSE দশম শ্রেণির সমাজবিজ্ঞান সিলেবাসে ৩০% বাদ, কী থাকল আর কোনটা বাদ গেল দেখুন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
CBSE বোর্ডের দশম শ্রেণির স্যোশাল সায়েন্সের সিলেবাস ৩০% কমানো হয়েছে। দশম শ্রেণীর ছাত্র যারা CBSE বোর্ডে ২০২৩-২৪ ব্যাচ, তাদের জন্য নির্ধারিত সিলেবাসে এসেছে পরিবর্তন। CBSE-এর দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স সিলেবাসের বেশ কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে।
CBSE বোর্ডের দশম শ্রেণির স্যোশাল সায়েন্সের সিলেবাস ৩০% কমানো হয়েছে। দশম শ্রেণীর ছাত্র যারা CBSE বোর্ডে ২০২৩-২৪ ব্যাচ, তাদের জন্য নির্ধারিত সিলেবাসে এসেছে পরিবর্তন। CBSE-এর দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স সিলেবাসের বেশ কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে।


advertisement
যাতে বোর্ডের পরীক্ষার প্রস্তুতির জন্য অপ্রাসঙ্গিক বিষয়বস্তু পড়া এড়ানো যায় তাই এই ব্যবস্থা। এখানে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের CBSE-এর দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স সিলেবাস থেকে বাদ দেওয়া বিষয় গুলির অধ্যায় অনুসারে তালিকা দেওয়া হল। আপনি NCERT বইগুলির পাতার নম্বরগুলিও জানতে পারবেন।
advertisement


CBSE-এর দশম শ্রেণির সোশ্যাল সায়েন্সে অনেক বিষয়ই বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। এমন বহু বিষয় এই মধ্য ছিল যে গুলি সে ভাবে গুরুত্বপূর্ণ ছিল না। সেগুলো ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াচ্ছিল।
advertisement


CBSE ক্লাস দশম শ্রেণির শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাবর্ষের জন্য সংশোধিত বইগুলি পড়ার জন্য NCERT বইগুলির নতুন সংস্করণ সমন্ধেও বলা হয়েছে।
advertisement

আরো পড়ুন : সিবিএসই ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 12:30 PM IST