CBSE Board 2023 Results: চলতি মাসেই কি CBSE-এর রেজাল্ট প্রকাশ? জানুন সবার আগে ফলাফল দেখার উপায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট চলতি মাসে প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে, কবেCBSE-এর রেজাল্ট বের হবে তা আনুষ্ঠানিক ভাবে এখনো জানানো হয়নি।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট চলতি মাসে প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে, কবেCBSE-এর রেজাল্ট বের হবে তা আনুষ্ঠানিক ভাবে এখনো জানানো হয়নি। রেজাল্ট বেরনোর পর, শিক্ষার্থীরা cbse.gov.in এবং results.cbse.nic.in-এ ফলাফল দেখতে পাঠে।
বিগত শেষ কিছু বছরে, CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট একই দিনে প্রকাশ হয়েছে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। এবারেও তেমনটাই করবে আশা করা যায়। রেজাল্টের তারিখ ও সময় CBSE বোর্ড নেট মাধ্যমে জানিয়ে দেবে। দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker-এর মাধ্যমে ফলাফল দেখতে পাবে। এছাড়া SMS এবং UMANG অ্যাপ ব্যবহার করেও দেখা যেতে পারে ফলাফল।
advertisement
advertisement
২০২৩ সালের জন্য ক্লাস দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়েছিল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ শেষ হয়েছিল। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়েছিল ৷ এই বছর ৩৮ লক্ষেরও বেশি শিক্ষার্থী CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসেছিল৷ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ২১,৮৬,৯৪০ এবং ১৬,৯৬,৭৭০ জন।
advertisement
আরও পড়ুন: কলকাতায় এয়ারটেলে চাকরির দুর্দান্ত সুযোগ! একদম হাতছাড়া করবেন না
CBSE বোর্ড পরীক্ষা২০২৩-এ পাশের মানদণ্ড:
সিবিএসই-এর নিয়ম অনুযায়ী, বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ বা তার বেশি পেতে হবে। ছাত্র-ছাত্রীদের ইণ্টারনাল ও এক্সটারনাল পেপারে পাসিং গ্রেড পেতে হবে। প্রতিটি বিষয়ে “E গ্রেড” বা তার বেশি পেলেই একজন শিক্ষার্থী পাস করার সার্টিফিকেট পাবে।
advertisement
এক্সটারনাল পরীক্ষার ফলাফল শুধুমাত্র এক বছরের জন্য আটকে রাখা হবে যদি কেউ ইণ্টারনাল ও এক্সটারনাল পরীক্ষা পাশ না করে। যদি একজন প্রার্থীর সমস্ত ইণ্টারনাল পরীক্ষায় পাশ করার পর এক্সটারনাল পেপারের পাঁচটি বিষয়ের একটিতে ফেল করে, তবে তাদের সেই বিষয়ের জন্য আবার পরীক্ষায় বসতে হবে।
আরো পড়ুন : সিবিএসই ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 6:11 PM IST