CBSE 10th Result 2023 Out: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এক ক্লিকেই দেখে নিন রেজাল্ট

Last Updated:

CBSE 10th Result 2023 Out: রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে লগ-ইন করে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। দশম শ্রেণির মোট পাশের হার ৯৩.১২ শতাংশ।

সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত
সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত
নয়াদিল্লি: দ্বাদশের পর এবার দশম শ্রেণিরও ফলাফল প্রকাশ করল সিবিএসই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসআই) অফিসিয়াল ওয়েবসাইট resuts.cbse.nic.in এবং cbseresuts.nic.in থেকে রেজাল্ট দেখা যাবে। সেইসঙ্গে DigiLocker থেকেও সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা।
CBSE Class 10th Result 2023 দেখার ডিরেক্ট লিঙ্ক cbseresuts.nic.in। রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে লগ-ইন করে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। দশম শ্রেণির মোট পাশের হার ৯৩.১২ শতাংশ। দ্বাদশের এবারের পাশের হার ৮৭.৩৩ শতাংশ। বোর্ডের অফিশিয়ার ওয়েবসাইট ও ডিজিলকারের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
advertisement
আরও পড়ুন: সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশিত, কমল পাশের হার! রেজাল্ট জানুন
CBSE ক্লাস 10 বোর্ডের ফলাফল 2023: কীভাবে ফলাফল দেখবেন
advertisement
স্টেপ ১: CBSE দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৩ দেখতে, ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, results.cbse.nic.in
আরও পড়ুন: সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড
স্টেপ ২: CBSE ফলাফল ২০২৩ পেজে থাকা ‘CBSE 10th result 2023 – DECLARED’ বা ‘CBSE 10th result 2023 – DECLARED’ লিঙ্কে ক্লিক করুন।
advertisement
স্টেপ ৩: তারপরে, সঠিক জায়গায় CBSE রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল নম্বরের মতো প্রয়োজনীয় বিবরণগুলি পূরণ করতে হবে।
স্টেপ ৪: অবশেষে, ‘জমা দিন’ (Submit) বোতামে ক্লিক করতে হবে, এবং CBSE দশম শ্রেণির ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
স্টেপ ৫: প্রার্থীরা ভবিষ্যতের জন্য তাদের রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE 10th Result 2023 Out: সিবিএসই দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এক ক্লিকেই দেখে নিন রেজাল্ট
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement