মুর্শিদাবাদ: শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। কলা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ দর্শন। কীভাবে প্রস্তুতি নেবেন এই পরীক্ষার জন্য? জানালেন শিক্ষক মিঠুন মণ্ডল।দর্শন বিভাগে বেশ কিছু সম্ভাব্য প্রশ্নপত্র। ক) বচন কাকে বলে? বচনের কয়টি অংশ ও কী কী? গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করাে।
খ) বচন কাকে বলে? বচনাকার কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য দেখাও।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না!
গ) নিরপেক্ষ বচন বলতে কী বােঝায়? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও।নিরপেক্ষ বচনে সংযােজকের ভূমিকা বা কাজ।
ঘ) প্রাকল্পিক বচন কাকে বলে?ঙ) প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী?
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে বায়োলজির ৫ নম্বরের প্রশ্নের উত্তরে পুরো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে, জানুন
চ) গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করাে।
ছ) সাপেক্ষ বচন কাকে বলে?
জ) যৌগিক বচন কাকে বলে?মনোযোগ সহকারে প্রশ্নপত্র দেখে সঠিক ভাবে উত্তর করতে হবে ছাত্র ও ছাত্রীদের ।কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: HS 2023, HS Examination