HS Exam 2023: উচ্চ মাধ্যমিকে বায়োলজির ৫ নম্বরের প্রশ্নের উত্তরে পুরো নম্বর পাওয়ার সুযোগ রয়েছে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
HS Exam 2023: বায়োলজির পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় এই পদ্ধতি অবলম্বন করলেই কেল্লাফতে।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা, তাঁদেরই একজন বায়োলজি শিক্ষক গণেশ ভান্ডারী বাবুর থেকে জেনে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বায়োলজির পাঁচ নম্বরের প্রশ্নের যাবতীয় খুঁটিনাটি।
'মাধ্যমিক যদি ছোট্ট পুকুর হয় তাহলে উচ্চমাধ্যমিক সাগর। আমরা সবাই এই কথাটা একবার না একবার শুনেইছি। সত্যতা যাচাই না করে একটা জিনিস চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যে মাধ্যমিকের সিলেবাসের থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের পরিমাণ অনেকটাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও সেই কারণে ছাত্রছাত্রীদের কাছে সামান্য কঠিন হয়।' এক্ষেত্রে সরাসরি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক গণেশ ভান্ডারী কী কী বলছেন?
advertisement
আরও পড়ুন: এক সপ্তাহ পরেই উচ্চ মাধ্যমিক, জারি হল পরীক্ষার জরুরি গাইডলাইন, দেখে নিন
১) বাইরে যেতে ৫ নম্বরের প্রশ্ন সব সময় বিশেষ কয়েকটি চ্যাপ্টার থেকে আসে যার মধ্যে অন্যতম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং মানুষের যৌন জনন।
advertisement
২) সপুষ্পক উদ্ভিদের ফিমেল গ্যামেট মেল গ্যামাটোফাইট থেকে প্রশ্ন আসে আবার মানুষের যৌন জনন প্রক্রিয়া থেকে টেস্টিস এবং ওভারির এল এস ডায়াগ্রাম দেয়া থাকে।
advertisement
৩) পাঁচ নম্বরের প্রশ্ন যদি চার এবং এক নাম্বারে ভাগ করা থাকে তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা লিখতে হবে কারণ নম্বরটাও বেশি পাওয়া যাবে।
৪) পাঁচ নম্বরে বড় প্রশ্ন পরবর্তী যে বিষয় থেকে পড়ে সেটি হল হেরেডিটি এবং এভলিউশন। এখান থেকে গ্রিফিথের এক্সপেরিমেন্ট, DNA-এর প্রাজনিক বস্তু।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯ শতাংশ মানুষই জানে না!
৫) এছাড়াও থাকতে পারে ডিএনএর রেপ্লিকেশন ,ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন
advertisement
৬) পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় উত্তরগুলি যথার্থ পয়েন্টে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তারপর খেয়াল রাখতে হবে যে উত্তরে কোন ডায়াগ্রাম দেওয়া যাচ্ছে কিনা যদি কোন ডায়াগ্রাম দেয়া যায় তাহলে অবশ্যই ডায়াগ্রাম এঁকে দিতে হবে।
৭) পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নটি ভালো করে পড়ে দেখতে হবে যে ডায়াগ্রাম আঁকতে দেয়া আছে কি না যে প্রশ্নে ডায়াগ্রাম আঁকতে দেওয়া আছে সেই প্রশ্ন বেছে নিলে নম্বর তুলতে সুবিধা হবে।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 7:17 PM IST