HS 4th Semester 2026 Routine: কবে কোন বিষয়ের পরীক্ষা? প্রস্তুতির আগে একবার চোখ বুলিয়ে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রুটিনে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
HS 4th Semester 2026 Routine: এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিক ২০২৬-এর চতুর্থ সেমিস্টার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ১২-এর উচ্চ মাধ্যমিক (HS) বোর্ড পরীক্ষার রুটিন বা সময়সূচী প্রকাশ করেছে। ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
কলকাতাঃ এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিক ২০২৬-এর চতুর্থ সেমিস্টার। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ১২-এর উচ্চ মাধ্যমিক (HS) বোর্ড পরীক্ষার রুটিন বা সময়সূচী প্রকাশ করেছে। ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ রাত ৩টেয় মিটল OTP সমস্যা, সকাল থেকেই ভোটার তালিকা প্রিন্ট শুরু জেলাজুড়ে
WBCHSE-এর নিয়ম অনুযায়ী সব পরীক্ষা সাধারণত সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২.০০টা পর্যন্ত চলবে। তবে কিছু বিশেষ বিষয়ের (যেমন Health & Physical Education, Visual Arts, Vocational & Music) ক্ষেত্রে পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত সম্পন্ন হবে।
advertisement
advertisement
পরীক্ষার্থীদের জন্য আরও গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে। পরীক্ষার দিন মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কক্ষে নিয়ে যাওয়া নিষেধ, যদিও অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এই নীতিমালা স্কুল কর্তৃপক্ষকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে যাচাই করতে বলা হয়েছে।
WBCHSE কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ করেছে যাতে তারা রুটিন অনুযায়ী সময়মতো প্রস্তুতি নেয় এবং প্রয়োজনীয় পরীক্ষার নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলে, যাতে নির্বিঘ্নে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 1:56 PM IST









