SIR in Kolkata: রাত ৩টেয় মিটল OTP সমস্যা, সকাল থেকেই ভোটার তালিকা প্রিন্ট শুরু জেলাজুড়ে
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
SIR in Kolkata: শনিবার, রাত প্রায় ৩টে নাগাদ OTP সংক্রান্ত সমস্যার সমাধান করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, সার্ভার সংক্রান্ত ত্রুটির কারণে OTP যাচাই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল, যা রাতেই প্রযুক্তিগতভাবে মেরামত করা হয়েছে।
কলকাতাঃ শনিবার, রাত প্রায় ৩টে নাগাদ OTP সংক্রান্ত সমস্যার সমাধান করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, সার্ভার সংক্রান্ত ত্রুটির কারণে OTP যাচাই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল, যা রাতেই প্রযুক্তিগতভাবে মেরামত করা হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ ধরে যে কাজ ব্যাহত ছিল, তা ফের স্বাভাবিক ছন্দে ফেরে।
আজ সকাল থেকেই জেলাশাসকদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ERO-রা ভোটার তালিকার প্রিন্ট আউট নেওয়ার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই কিছু কিছু জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে টাঙানোও শুরু হয়ে গিয়েছে। নির্বাচন দফতর সূত্রে খবর, দুপুর ১টার পর থেকে এই প্রক্রিয়া পুরোদমে চালু হয়ে যাবে সমস্ত জেলাতেই।
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের তালিকায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ‘unmapped’ ভোটারদের ওপর। যাঁদের ঠিকানা বা ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ ছিল, তাঁদের আলাদা তালিকা তৈরি করে যাচাইয়ের কাজ করা হয়েছে। সংশ্লিষ্ট BLO-দের মাধ্যমে মাঠপর্যায়ে যাচাই করে এই ভোটারদের সঠিকভাবে ম্যাপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, লজিক্যাল ডেসক্রিপশন অনুযায়ী প্রতিটি জেলার ভোটার তথ্য পুনরায় ক্রস-চেক করা হচ্ছে, যাতে কোনও ডুপ্লিকেট নাম, ভুল বয়স বা ঠিকানাগত ত্রুটি না থাকে। কমিশনের দাবি, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা। সাধারণ নাগরিকদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা যাচাই করে প্রয়োজনে সংশোধনের আবেদন জানাতে অনুরোধ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 11:36 AM IST










