Higher Secondary Education Council: রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে সতর্ক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) নিয়ে আরও বেশি সতর্ক হতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা: পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) নিয়ে আরও বেশি সতর্ক হতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্ক্রুটিনি ও রিভিউ নিয়ে প্রধান পরীক্ষক ও নিরীক্ষককে সতর্ক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪-এর স্ক্রটিনি ও রিভিউ-এর ফলে মেধা তালিকায় পরিবর্তন হয়েছিল। কাজেই, এ’বছর আগেভাগেই পরীক্ষক এবং নিরীক্ষকদের সতর্ক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গত বছর তৎকাল স্ক্রটিনি ও রিভিউ এর ফলে মেধা তালিকায় ব্যাপক রদবদল ঘটেছিল। ১২ জন মেধাতালিকায় স্থান পাওয়ায় সেরা দশের কৃতীদের স্থান পরিবর্তন হয়েছিল। রেজাল্ট বার হওয়ার সময় ছিল ১১, তা স্ক্রটিনি ও রিভিউর পর ৭২ হয়ে যায়। কেউ ৪ নম্বর পেয়েছে, পরে ৬৪ হয়। ১৭ পেয়েছে কোনও পড়ুয়া, পরে তা ৭১ হয়ে যায়। ২০২৪ সালে প্রথমে প্রথম দশের মেধা তালিকায় ছিল ৫৮ জন।পরবর্তীকালে তা বেড়ে হয়ে যায় ৭০ জন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 6:56 PM IST








