FCI Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ! ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-এ বিপুল নিয়োগ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তারিখ এখনও নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। অনলাইন আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Food Corporation of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্যাটাগরি ২, ৩, ৪ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
FCI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তারিখ এখনও নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
FCI Recruitment 2022: শূন্যপদের বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৭১০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ক্যাটাগরি ২- ৩৫টি পদ
ক্যাটাগরি ৩- ২৫২১টি পদ
ক্যাটাগরি ৪- ২১৫৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)
| পদের নাম | ক্যাটাগরি ২, ৩, ৪ |
| শূন্যপদের সংখ্যা | ৪৭১০ |
| কাজের স্থান | ভারত |
| কাজের ধরন | কিছু জানানো হয়নি |
| নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন |
| আবেদন শুরু তারিখ | জানানো হবে |
| শিক্ষাগত যোগ্যতা | যে কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে অষ্টম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ |
| বেতনক্রম | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | জানানো হবে |
advertisement
FCI Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বোর্ড থেকে অষ্টম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
FCI Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন করা হবে।
FCI Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ- প্রকাশ করা হবে
advertisement
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- প্রকাশ করা হবে
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ- প্রকাশ করা হবে
পরীক্ষার তারিখ- প্রকাশ করা হবে
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শেষ তারিখে বা তার আগে অনলাইনে আবেদন জমা দিতে পারেন। আবেদন সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী যথাসময়ে প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
view commentsLocation :
First Published :
May 10, 2022 4:19 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
FCI Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ! ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-এ বিপুল নিয়োগ








