Exclusive: বদলিতে 'দুর্নীতি' না শিক্ষকতায় 'অনীহা'? স্কুল পরিদর্শকের রিপোর্টে চোখ কপালে বিচারপতির! দিলেন বড় নির্দেশ...

Last Updated:

Exclusive: পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ভাবতে  হবে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। দু সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সমস্ত স্কুলের শিক্ষক ও ছাত্রের আনুপাতিক হার কত সেই রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। জমা করবেন পুরুলিয়া জেলার বিদ্যালয় পরিদর্শক। 

রিপোর্ট চাইল হাইকোর্ট
রিপোর্ট চাইল হাইকোর্ট
#কলকাতা: পুরুলিয়ায় শিক্ষকতার চাকরিতে 'অনীহা' কেন?  রিপোর্ট চাইল হাইকোর্ট। ঝালদা স্কুলে ১১৫৩ পড়ুয়া আর তার জন্য ১৩ জন শিক্ষক!  আদালত স্কুল পরিদর্শক গৌতম চন্দ্র মালে'র থেকে এমন রিপোর্ট পেয়ে বিস্মিত। পুরুলিয়া জেলার ছাত্র শিক্ষক অনুপাত জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষক বদলিতেও 'দুর্নীতি' হচ্ছে। এক শিক্ষক বদলি মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ভাবতে  হবে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
পুরুলিয়ার ঝালদা হাইস্কুলের এক শিক্ষক বদলি মামলায় জেলা স্কুল পরিদর্শককে সোমবার এজলাসে ডেকে পাঠান বিচারপতি বসু। এজলাসে দাঁড়িয়ে জেলা স্কুল পরিদর্শক জানান, "বদলির কারণে গোটা জেলার সব স্কুলের অবস্থাই খুব খারাপ। ৬০ শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায় চলে গেছেন। বহু স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ছাত্র - শিক্ষক অনুপাত রক্ষা করা যাচ্ছেনা। ঝালদা স্কুলে ২১ জন শিক্ষক ছিলেন, ইতিমধ্যেই ৮ জন বদলি নিয়ে চলে গেছেন।"এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন রিপোর্ট পেশের৷
advertisement
advertisement
নির্দেশ দেওয়া হয়, ২ সপ্তাহের মধ্যে পুরুলিয়ার জেলা স্কুল পরিদর্শককে সমগ্র পুরুলিয়া জেলার সমস্ত স্কুলের শিক্ষক ও ছাত্রের আনুপাতিক হার কত সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টে। এদিন শুনানি পর্বে বিচারপতি বসু বলেন,''খুব আশ্চর্যের বিষয় যে ঝালদা স্কুলে ১১৫৩ ছাত্র আছে সেখানে ২১ জন শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষককে স্থানান্তরের অনুমতি। এর পেছনে অন্য বিষয় আছে। এখন মাত্র ১৩ জন শিক্ষক!''
advertisement
দু সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সমস্ত স্কুলের শিক্ষক ও ছাত্রের আনুপাতিক হার কত সেই রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। জমা করবেন পুরুলিয়া জেলার বিদ্যালয় পরিদর্শক। পুরুলিয়ার অবস্থা খুবই খারাপ। সবাই স্থানান্তর চেয়ে বাইরে চলে যাচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। শিক্ষকের অভাবে বহু স্কুল বন্ধের মুখে। ঝালদা স্কুলে ১১৫৩ ছাত্রের জন্য ১৩ জন শিক্ষক যথেষ্ট নয়। আদালতে জানান স্কুল পরিদর্শক গৌতম চন্দ্র মাল । 'আমি দেখছি, এরা শিক্ষক নয় এদের চাকরি থেকে অবসর নেওয়া উচিত' মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু'র৷ সোমনাথ মণ্ডল নামে পুরুলিয়ার ঝালদার শিক্ষকের স্থানান্তরের আবেদনের শুনানি চলাকালীন মন্তব্য বিচারপতির। পরবর্তী শুনানি ২০ জানুয়ারি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Exclusive: বদলিতে 'দুর্নীতি' না শিক্ষকতায় 'অনীহা'? স্কুল পরিদর্শকের রিপোর্টে চোখ কপালে বিচারপতির! দিলেন বড় নির্দেশ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement