SSC Teacher Recruitment: 'জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন' কমিশনকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির!

Last Updated:

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজির সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। গ্রুপ-ডি র দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে উপস্থিত থাকতে বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সিট প্রধান
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সিট প্রধান
#কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজির সিবিআইয়ের সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। গ্রুপ-ডি র দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে উপস্থিত থাকতে বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন, আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। সিট প্রধানকে উদ্দেশ্য করে আজ এমনই মন্তব্য ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর।
এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে, তার মধ্যে ৯ হাজার OMR Sheet বিকৃত করা হয়েছে। -আদালতে এদিন জানালেন অশ্বিন শেনভি। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে। আদালতে জানালেন অশ্বিন শেনভি। "যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তারা শুধু ফলাফলের আশায় বসে আছেন। তারা জানতে চায় না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল? তারা চায় শুধু নিয়োগপত্র", -মন্তব্য বিচারপতির।
advertisement
advertisement
বিচারপতি এও বলেন, "এই দুর্নীতির তদন্ত - বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত - বিচার তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত বছরের নভেম্বর থেকে শুধুমাত্র rank - জাম্পিং এর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল, কিন্তু গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার হওয়ার পর OMR Sheet এর বিষয়টি সামনে আসে এবং তদন্ত অন্য মাত্রা পায়। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে যে তারা কী ভাবে এই ত্রুটি সংশোধন করবে। - আদালতে সওয়াল সিটপ্রধান শেনভির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Teacher Recruitment: 'জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন' কমিশনকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement