Job Recruitment 2022|| সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ! আজই আবেদন করুন...

Last Updated:

DSSSB AE Recruitment 2022 Registration: সম্প্রতি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Delhi Subordinate Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।

#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Delhi Subordinate Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৬১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ সংখ্যা 
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)১৫১
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)১০
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাদিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Delhi Subordinate Services Selection Board)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা১৬১
কাজের স্থাননয়াদিল্লি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিদু'টি টায়ারে পরীক্ষা নেওয়া হবে
আবেদন প্রক্রিয়া শুরু১০.০১.২০২২
শিক্ষাগত যোগ্যতা ১। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি ২। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০৯.০২.২০২২
advertisement
বয়সসীমা:
১৮ থেকে ৩০ বছর।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য দু'টি টায়ারে পরীক্ষা নেওয়া হবে, টায়ার-১ এবং টায়ার-২। টায়ার-১-র মাধ্যমে প্রাথীদের বাছাই করে টায়ার-২-এর নির্বাচন করা হবে। বিশদ নোটিশের লিঙ্ক-https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Vacancy_4-22.pdf
advertisement
আবেদনের যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Recruitment 2022|| সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ! আজই আবেদন করুন...
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement