Constable Recruitment 2022|| সুবর্ণ সুযোগ! হাজারের বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করুন...

Last Updated:

Constable Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

কনস্টেবল নিয়োগ।
কনস্টেবল নিয়োগ।
#দেহরাদুন: সম্প্রতি উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের (Uttarakhand Subordinate Service Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল (Constable) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদসংখ্যা 
কনস্টেবল (মেল)৭৮৫
কনস্টেবল (পিএসি/ আইআরবি)২৯১
ফায়ারম্যান কনস্টেবল৪৪৫
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাউত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন (Uttarakhand Subordinate Service Selection Commission)
পদের নামকনস্টেবল
শূন্যপদের সংখ্যা১৫২১
কাজের স্থানউত্তরাখণ্ড
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিএফিসিয়েন্সি টেস্ট এবং লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৬.০২.২০২২
advertisement
 আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
কনস্টেবল পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২২ বছর এবং ফায়ারম্যান পদের জন্য ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
advertisement
আবেদন ফি:
উল্লিখিত পদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না। বিশদ নোটিশের ও সরাসরি আবেদনের লিঙ্ক-https://sssc.uk.gov.in/files/polcons28dec.pdf
নির্বাচন পদ্ধতি:
এফিসিয়েন্সি টেস্ট এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে। দুই পরীক্ষাতেই মোট নম্বর থাকবে ১০০। মোট সময় থাকবে ২ ঘণ্টা। অবজেকটিভ ও মাল্টিপল প্যাটার্নে প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Constable Recruitment 2022|| সুবর্ণ সুযোগ! হাজারের বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement