Job Recruitment 2022|| কেন্দ্রীয় সরকারি দফতরে নিয়োগ! কারা কোন পদে আবেদনের যোগ্য? দেখে নিন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Competition Commission of India Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (Competition Commission of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট ডিরেক্টর জেনারেল (Joint Director General) এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল (Deputy Director General) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কম্পটিশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড! আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি!
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
জয়েন্ট ডিরেক্টর জেনারেল | ৪ |
ডেপুটি ডিরেক্টর জেনারেল | ৮ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (Competition Commission of India) |
পদের নাম | জয়েন্ট ডিরেক্টর জেনারেল, ডেপুটি ডিরেক্টর জেনারেল |
শূন্যপদের সংখ্যা | ১২ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | আইন/অর্থনীতি/বাণিজ্য/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ফিনান্স এবং অ্যাকাউন্টস/সিএ/সিএস/কস্ট অ্যাকাউন্ট্যান্টের স্নাতক ডিগ্রী অথবা নির্বাচন কমিটি দ্বারা বিবেচিত কোনও সমতুল্য ডিগ্রি |
বেতনক্রম | মূল বেতন ছাড়াও, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য হার অনুসারে ডিএ, এইচআরএ এবং পরিবহন ভাতা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৫.০২.২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
উভয় পদের জন্য আইন/অর্থনীতি/বাণিজ্য/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ফিনান্স এবং অ্যাকাউন্টস/সিএ/সিএস/কস্ট অ্যাকাউন্ট্যান্টের স্নাতক ডিগ্রি অথবা নির্বাচন কমিটি দ্বারা বিবেচিত কোনও সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা এই লিঙ্কের সাহায্যে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে পারেন-
advertisement
বেতন কাঠামো:
মূল বেতন ছাড়াও, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য হার অনুসারে ডিএ, এইচআরএ এবং পরিবহন ভাতা ইত্যাদি বহন করা হবে।
বিশেষ ঘোষণা:
আবেদনকারীদের অবশ্যই কেন্দ্রীয় বা রাজ্য সরকার, সরকারি কোম্পানি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয়/রাজ্য সরকারের অ্যাকাডেমিক বা গবেষণামূলক প্রতিষ্ঠান ইত্যাদির কর্মচারী হতে হবে।
Location :
First Published :
January 05, 2022 1:15 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Recruitment 2022|| কেন্দ্রীয় সরকারি দফতরে নিয়োগ! কারা কোন পদে আবেদনের যোগ্য? দেখে নিন...