Job Vacancy: BEL Recruitment 2022: ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড! আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি!
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: BEL Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।(Job Vacancy) আবেদন করতে হবে অনলাইনে।
#নয়াদিল্লি: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের (Job Vacancy) কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BEL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।(Job Vacancy) আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BEL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত প্রতিষ্ঠানের অধীনে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন - Panchang 5 January: পঞ্জিকা ৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
advertisement
BEL Recruitment 2022: বিশেষ ঘোষণা
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে কর্মরত প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন না।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নাম | ট্রেনি ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | ৮ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরণ | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | পদ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইএন্ডটি/টেলিকমিউনিকেশন শাখায় প্রার্থীদের বিই/ বি.টেক কোর্স |
বেতনক্রম | কিছু জানানো হয়নিকিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৫.০১.২০২২ |
advertisement
BEL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইএন্ডটি/টেলিকমিউনিকেশন শাখায় প্রার্থীদের বিই/ বি.টেক কোর্স সম্পন্ন করতে হবে।
BEL Recruitment 2022: বয়সসীমা
আবেদনের বয়সসীমা ২৮ বছরের মধ্যে হতে হবে।
BEL Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
মোট প্রাপ্ত নম্বর, পদ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। উল্লিখিত পদ্ধতিতে মোট প্রার্থীদের ১ :৫ অনুপাতে প্রার্থীদের নির্বাচন করা হবে। যাঁরা সমস্ত যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবেন তাঁদেরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
advertisement
বিশদ নোটিশের লিঙ্ক- https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=ADVT%20TE%20ADSN-29-12-2021.pdf
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।(Job Vacancy) আবেদন করতে হবে অনলাইনে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 11:18 AM IST