AIIMS Jodhpur Faculty Recruitment 2022: অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে নিয়োগ করবে এই বিশ্ববিদ্যালয়
- Published by:Suman Majumder
Last Updated:
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#যোধপুর: সম্প্রতি যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা যোধপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ব্যাঙ্কে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় সুযোগ
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: | শূন্যপদের সংখ্যা |
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। | |
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: | শূন্যপদের বিস্তারিত বিবরণ |
প্রফেসর- | ৩১টি পদ |
অ্যাডিশনাল প্রফেসর- | ১৪টি পদ |
অ্যাসোসিয়েট প্রফেসর- | ২৪টি পদ |
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- | ১৫টি পদ |
সংস্থা: | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, যোধপুর (All India Institute of Medical Sciences) |
পদের নাম: | ফ্যাকাল্টি |
শূন্যপদের সংখ্যা: | ৮৪ |
advertisement
কাজের স্থান: | যোধপুর |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে |
advertisement
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের আবেদনের যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। যদিও বা এখনও পর্যন্ত কোনও প্রকার অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়নি, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের কিছু দিন অপেক্ষা করতে বলা হয়েছে।
advertisement
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: বিশেষ ঘোষণা
অতিরিক্ত অধ্যাপক/সহযোগী অধ্যাপকের পদের জন্য উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে, এই পদগুলি নিজ নিজ বিভাগের বিজ্ঞাপন অনুযায়ী পূরণ করা হবে। প্রার্থীরা আরও বিশদ বিবরণের জন্য AIIMS-এর অফিসিয়াল সাইটটি দেখতে পারেন।
Location :
First Published :
January 04, 2022 7:21 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
AIIMS Jodhpur Faculty Recruitment 2022: অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে নিয়োগ করবে এই বিশ্ববিদ্যালয়