হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ভারতীয় কোস্ট গার্ডে শীঘ্রই নিয়োগ! মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরা আবেদন করুন

Indian Coast Guard Recruitment 2022|| ভারতীয় কোস্ট গার্ডে শীঘ্রই নিয়োগ! মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরা আজই আবেদন করুন...

Indian Coast Guard Registration for several posts begins: ভারতীয় কোস্ট গার্ডে ৩২২ পদে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নাবিক, যান্ত্রিক ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ জানুয়ারি সকাল ১১টা থেকে। প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! হাজারের বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করুন...

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)
পদের নামনাবিক, যান্ত্রিক
শূন্যপদের সংখ্যা৩২২
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতানাবিক (জিডি) পদের জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) এবং যান্ত্রিক পদের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৪.০১.২০২২

আবেদনের যোগ্যতা:

নাবিক (জিডি) পদের জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) এবং যান্ত্রিক পদের জন্য দশম শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে ৭৯৬ পদে নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন...

আবেদন পদ্ধতি:

প্রার্থীরা নিম্ন লিখিত নির্দেশিকা অবলম্বন করে আবেদন করতে পারেন।

· প্রার্থীদের প্রথমে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে joinindiancoastguard.cdac.in যেতে হবে।

· হোমপেজের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

· নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং ফর্মটি পূরণ করতে হবে।

· সম্পূর্ণ পূরণ করা হয়ে গেলে আবেদনপত্রটি জমা করতে হবে।

· প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বিশেষ ঘোষণা:

প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Indian Coast Guard, Recruitment 2022