Drama Training at School: গ্রামবাংলার ছেলে মেয়েদের জন্য অভিনয় শিখে কেরিয়ার গড়ার সুযোগ এনে দিচ্ছে এগরা কলেজ

Last Updated:

Drama Training at School: উচ্চমাধ্যমিক পাশ করার পর গ্রামবাংলার বহু ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে অভিনয় জগতে পা রাখার। তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। চাহিদা থাকলেও সুযোগের অভাব গ্রাম ও মফস্বলের ছাত্রছাত্রীদের।

অভিনয় ক্লাস 
অভিনয় ক্লাস 
এগরা, পূর্ব মেদিনীপুর: উচ্চমাধ্যমিক পাশ করার পর গ্রামবাংলার বহু ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে অভিনয় জগতে পা রাখার। তার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ। চাহিদা থাকলেও সুযোগের অভাব গ্রাম ও মফস্বলের ছাত্রছাত্রীদের। কারণ অধিকাংশ নাট্যশিক্ষা প্রতিষ্ঠানই শহরকেন্দ্রিক। যা অনেক ব্যয়বহুল। সেই সঙ্গে বাড়তি খরচ থাকা খাওয়া। গ্রামের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এগরা সারদা শশিভূষণ কলেজ নিয়ে এসেছে তিন বছরের বি.ভোক ইন থিয়েটার স্টাডিস কোর্স।  পড়াশোনার পাশাপাশি তিন বছরের এই ডিগ্রি কোর্সে শেখানো হয় মঞ্চ পরিচালনা, স্ক্রিপ্ট রাইটিং, আলোকসজ্জা, মেকআপ, কস্টিউম ডিজাইন, ও ক্যামেরার সামনে অভিনয় করার কৌশল।
শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ করার সুযোগ পান কলেজ থিয়েটার প্রোডাকশনে অংশগ্রহণের মাধ্যমে এবং রাজ্য স্তরের বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। ফলে পড়াশোনার পাশাপাশি তৈরি হয় বাস্তব অভিজ্ঞতা। মোট আসন সংখ্যা ৬০টি। আবেদনকারীর যোগ্যতা দরকার নুন্যতম উচ্চ মাধ্যমিক পাস। ছটি সেমিস্টার হিসেবে মোট তিন বছরের কোর্স। সরকারি কলেজ হওয়ার কোর্স ফি অনেক কম। ছটি সেমিস্টারের মোট কোর্স ফিস ৯ হাজার ৮০০ টাকা। দূরের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে কলেজের হোস্টেলে থাকার সুযোগ। যদিও হোস্টেলে থাকার জন্য আলদা খরচ বহন করতে হবে। কোর্স শেষ করার পর থাকছে একাধিক কাজের সুযোগ। থিয়েটার, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা জগতে অভিনয়শিল্পী, সহকারী পরিচালক, নাট্যকার বা সেট ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন।
advertisement
advertisement
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. চয়ন রঞ্জিত বলেন, “এই নাট্যচর্চা কোর্সটি শুধু পেশাদার অভিনয় শেখানোর উদ্দেশ্যে নয়, গ্রামবাংলার দরিদ্র অথচ মেধাবী ছেলেমেয়েদের জন্য একটি আশার আলো। কলকাতায় গিয়ে পড়াশোনা করার মত সামর্থ্য অনেকেরই থাকে না। তাদের কথা মাথায় রেখেই আমাদের কলেজ বহুদিন ধরেই নাটকচর্চার মত গুরুত্বপূর্ণ বিষয়টি পড়ানোর উদ্যোগ নিয়েছে। আমরা চাই, গ্রামের সন্তানরাও যেন এই শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায়।” কম খরচে সরকারি কলেজে অভিনয় শেখার এমন সুবর্ণ সুযোগ খুব বেশি নেই। যারা অভিনয়কে ভালোবাসেন, কিন্তু শুধু সুযোগের অভাবে থেমে গেছেন—তাদের জন্য এগরা কলেজের এই কোর্স হতে পারে জীবনের মোড় ঘোরানোর নতুন দিশা।
advertisement
অনেকে আবার নাট্যশিক্ষা নিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ পান—যেমন মাস্টার্স ইন ড্রামা, থিয়েটার স্টাডিজ এন্ড ড্রামা আর্ট। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুল, কলেজ বা প্রশিক্ষণকেন্দ্রে নাট্যশিক্ষক বা থিয়েটার ট্রেইনার হিসেবেও কাজ করার সুযোগ থাকে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কালচারাল অফিসার, মিডিয়া কনসালট্যান্ট বা ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবেও কেরিয়ার গড়ে তোলা সম্ভব।
মদন মাইতি 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Drama Training at School: গ্রামবাংলার ছেলে মেয়েদের জন্য অভিনয় শিখে কেরিয়ার গড়ার সুযোগ এনে দিচ্ছে এগরা কলেজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement