Sabu Makha: এক বাটি সাবু খেয়ে উপোস ভাঙেন? কিন্তু এই সাবু কি আদৌ শরীরের পক্ষে ভাল? কী কী সমস্যা হতে পারে আগে জানুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Sabu Makha: রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে – সাবুদানায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে, ডায়াবেটিস রোগীদের সাবু খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
পুষ্টিবিদ সোনাল মাকাদিয়া তাঁর সোশ‍্যাল মিডিয়াতে জানিয়েছেন, ‘এতে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার, প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে। এর দ্রুত হজমের ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা কেবল খালি ক্যালোরি সরবরাহ করে যা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতে সাহায্য করে না।’
advertisement
advertisement
উপোস ভাঙার জন্য ভাল বিকল্প কী কী? যদি স্বাস্থ্যকর কিছু খেতে চান, তবে নিচের খাবারগুলো বিবেচনা করতে পারেন—ফল (আপেল, কলা, পেঁপে), দই বা ছাছ, নারকেলের জল, ভেজানো বাদাম, সুজি বা ওটস, মাখন বা ঘি-এর রুটি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)