DLED Question Leak: প্রশ্নফাঁসে 'সিআইডি'! 'ডিএলএড' প্রশ্নপত্র 'ফাঁস' নিয়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য

Last Updated:

সোমবার পরীক্ষা শুরুর আগে কী ভাবে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল তা নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

প্রশ্নফাঁস তদন্তে সিআইডি
প্রশ্নফাঁস তদন্তে সিআইডি
#কলকাতা: ডিএলএড প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। সোমবার পরীক্ষা শুরুর আগে কী ভাবে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল তা নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। নবান্নের নির্দেশেই সিআইডি তদন্ত করবে। ডিএলএড-এর পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল সাইটে পরীক্ষা হওয়ার আগেই কী করে ভাইরাল হল তা নিয়ে তদন্ত করবে সিআইডি। কী ভাবে কোন জায়গা থেকে প্রশ্নপত্র বেরিয়ে গেল তা নিয়ে তদন্ত করবে তদন্তকারী দল।
এদিকে, ডিএলএড-এর প্রশ্নপত্র সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জরুরি নির্দেশিকা জারি করা হয় আজ। নির্দেশিকায় বলা হয়, আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার d.el.ed-এর প্রশ্নপত্র সকাল ১১.১৫ মিনিটের আগে কোনও ভাবেই ভেনুগুলিকে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে, সিল অবস্থাতেই ভেনুগুলো থানা বা কাস্টোডিয়াম থেকে প্রশ্নপত্র নেবে। সবাইকে নিশ্চিত করতে হবে যাতে প্রশ্নপত্র নিয়ে কোনও রকম অনিয়ম না হয়।
advertisement
advertisement
জেলাগুলিতে প্রয়োজনে এই পরীক্ষার বিষয়ে নজর দিতে হবে স্বচ্ছতার জন্য এবং পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। কোনও গাফিলতি ধরা পড়লেই বা গাফিলতির সঙ্গে যুক্তরা ধরা পড়লে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের জরুরি নির্দেশিকা জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। সোমবার প্রশ্নপত্র সকাল ১০:৪৫ মিনিট নাগাদ ভেনুগুলিতে পৌঁছয়। মঙ্গলবার সেই সময়সীমা বাড়িয়ে ১১.১৫ মিনিট করা হল।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
DLED Question Leak: প্রশ্নফাঁসে 'সিআইডি'! 'ডিএলএড' প্রশ্নপত্র 'ফাঁস' নিয়ে তদন্তের নির্দেশ দিল রাজ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement