Abhijit Ganguly: 'মানিক' মামলার শুনানি, এবার সিবিআই-কে 'সতর্ক' করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
- Reported by:ARNAB HAZRA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
সিবিআই জানিয়েছে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তদন্ত চলছে। হাইকোর্টে পরবর্তী শুনানি আগামী ২০ শে ডিসেম্বর।
কলকাতা: 'পরবর্তী শুনানিতে যেন উপস্থিত থাকেন সিবিআইয়ের আইনজীবী'। মানিক মামলায় 'সতর্ক' করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শুনানির সময় যেন উপস্থিত থাকে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের এই মর্মে সতর্ক করলেন বিচারপতি।
গত ১৮ ই নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের মামলার সময় অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।তাই এদিন আগাম সতর্ক করলেন বিচারপতি। সিবিআই জানিয়েছে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তদন্ত চলছে। হাইকোর্টে পরবর্তী শুনানি আগামী ২০ শে ডিসেম্বর।
অর্ণব হাজরা
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 29, 2022 4:39 PM IST










