DLED Exam Question Leak: 'সর্ষের মধ্যেই ভূত...', ডিএলএড পরীক্ষা নিয়ে 'বড়' দাবি তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
DLED Exam Question Leak: সোমবার ডি এল এড-এর পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
#বর্ধমান: প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় ডি এল এডের পরীক্ষা বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে যোগ দিতে দলের বর্ধমান সাংগঠনিক জেলার কার্যালয়ে পৌঁছন তিনি। সেই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
সোমবার ডি এল এড-এর পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সেই প্রসঙ্গে এবার পরীক্ষা বাতিলের পক্ষে মত দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ডি এল এড-এর প্রশ্ন ফাঁস হয়ে যাবার পরও পর্ষদ কোনও অভিযোগ দায়ের করেনি বলে উল্লেখ করে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে লকেট চট্টোপাধ্যায় বলেন,'পরীক্ষা বাতিল করা উচিত। আর এই প্রশ্নপত্র ফাঁস পশ্চিমবঙ্গে নতুন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্ষের মধ্যেই ভূত আছে। পুরো শিক্ষা মন্ত্রালয় জেলের ভিতর চলে গিয়েছে। তবু ভেতরের মধ্যে ভূতগুলো বসে আছে। কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলার শিক্ষা ব্যবস্থার মান নেমে যাওয়ার জন্য এই বিষয়ে মনোযোগ দিতে বলব।'
advertisement
advertisement
সাংবাদিকরা প্রশ্ন করেন, গোসাবায় শুট আউট, তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে। কী বলবেন? সাংসদ লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন, পঞ্চায়েতের জন্য, নিজেদের সিন্ডিকেট বাজির জন্য, নিজেদের টাকা তোলার জন্য ক্ষমতার লড়াই চলছে। এটা বিজেপি তৃণমূলের মধ্যে ছিল। বিজেপির অনেক কার্যকর্তা শহীদ হয়েছে এখন তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে।তৃণমূল দলটা নিজেদের মধ্যে লড়াই করতে করতে মরে যাবে।
advertisement
ভূপতিনগরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির দিকে। সে প্রসঙ্গে বলেন, তৃণমূল বিভিন্ন রকমভাবে বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরের তৃণমূল দাঁত ফোটাতে পারবে না। এদিন বর্ধমান জেলা নেতৃত্বে সঙ্গে দীর্ঘক্ষণ ধরে সাংগঠনিক বৈঠক করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের আর এক সাংসদ সৌমিত্র খাঁ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DLED Exam Question Leak: 'সর্ষের মধ্যেই ভূত...', ডিএলএড পরীক্ষা নিয়ে 'বড়' দাবি তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়!