Job News: বিরাট সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য! রাজ্য পুলিশের বিরাট শূন্যপদে নিয়োগ, পরীক্ষার্থীদের জন্য চালু বিশেষ হেল্পলাইন
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
East Bardhaman News: পরীক্ষাসংক্রান্ত কোনও জরুরি পরিস্থিতির মুখোমুখি হন তাঁদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর।
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী রবিবার, ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হাজার হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যেই শেষ মুহূর্তের পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষার দিন ভোর থেকেই পূর্ব বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজেদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। এবারের নিয়োগ প্রক্রিয়া বেশ বড় আকারে হচ্ছে। রাজ্য পুলিশের ১১ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্যজুড়ে অসংখ্য পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিচালনার লক্ষ্যে পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই সবরকম প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
এ বছরের পরীক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে বদল আনা হয়েছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও অন্যান্য সহযোগী পুলিশকর্মীরাও এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, যা অনেকের কাছেই বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি সংরক্ষিত আসনের নিয়ম আগের মতোই বজায় থাকবে।পূর্ব বর্ধমান জেলা পুলিশ পরীক্ষার্থীদের সহায়তায় এবার বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে।
advertisement
আরও পড়ুন-ডিসেম্বরেই ‘জ্যাকপট’…! মঙ্গল-সূর্য- শুক্র-বুধের মহামিলনে কাঁপবে দুনিয়া, চতুর্গ্রহী রাজযোগে ৫ রাশির সোনায় সোহাগা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
পরীক্ষার দিন কেউ যদি পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে অসুবিধায় পড়েন, যাতায়াতে সমস্যা হয়, অথবা পরীক্ষাসংক্রান্ত কোনও জরুরি পরিস্থিতির মুখোমুখি হন তাঁদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বর ৯১৪৭৮৮৮৫৭০। এই নম্বরটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার দিন সকাল থেকে এই নম্বর সচল থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও জরুরি পরিস্থিতিতে বা সাহায্যের প্রয়োজন হলে যেন পরীক্ষার্থীরা নির্দ্বিধায় এই নম্বরে যোগাযোগ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনির মার্গীতে কাঁপবে ত্রিলোক, মিথুন-সহ ৪ রাশির ভয়ঙ্কর দুঃসময়, জীবন ছারখার, পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী
view commentsপরীক্ষার্থীদের নিরাপদভাবে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য জেলা পুলিশ প্রস্তুত! পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় নির্দেশিকা, ও কেন্দ্রগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশবাহিনী। রাজ্যব্যাপী এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কেন্দ্র করে সর্বত্র চূড়ান্ত প্রস্তুতির পরিবেশ। তবে পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2025 4:53 PM IST








