Mamata Banerjee: ‘দ্রুত শেষ করতে হবে, ফেলে রাখা যাবে না’! বাংলার বাড়ি, পথশ্রী নিয়ে জেলাশাসকদের নির্দেশ মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: জেলাশাসকদের নিয়ে মুখ্য সচিবের বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: জেলাশাসকদের নিয়ে মুখ্য সচিবের বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। অযথা ফেলে রাখা যাবে না। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
বাংলা সহায়তা কেন্দ্রর হেল্পডেস্ক করতে হবে। যাতে সাধারণ মানুষ জাতিগত শংসাপত্রের পাশাপাশি বিভিন্ন সুবিধা পায় বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে। জেলাশাসকদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। “আমাদের পাড়া আমাদের সমাধান” যে কর্মসূচি চলছে তার প্রচার করতে হবে। তার জন্য ডিসপ্লে বোর্ড ব্যবহার করতে হবে বুথ ধরে ধরে। বুথে বুথে কী কাজ হল সেটা প্রচার করতে হবে। জেলাশাসকদের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
advertisement
আরও পড়ুন: বহুতল থেকে নীচে পড়ল শিশু, প্রাণ বাঁচল একটি কারণেই! হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে
advertisement
advertisement
ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী বৈঠকে। মোবাইল মেডিকেল ইউনিট সংখ্যা যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে স্বাস্থ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নির্দেশ মুখ্যমন্ত্রীর।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 7:07 PM IST

