Recruitment: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার পদে কাজের সুযোগ, জানুন বিশদে!

Last Updated:

Recruitment : CCRH Recruitment 2021: প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

ccrh to recruit 21 homeopathy research officers- Photo- Representative
ccrh to recruit 21 homeopathy research officers- Photo- Representative
#নয়াদিল্লি: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার পদে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির (Central Council for Research in Homeopathy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। হোমিওপ্যাথি রিসার্চ অফিসার (Homeopathy) আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা CCRH -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
CCRH Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে CCRH-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
advertisement
CCRH Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত হোমিওপ্যাথি (Homeopathy) রিসার্চ অফিসার হিসেবে নিয়োগ (Rcruitment) করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (CCRH)
advertisement
পদের নাম: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার
শূন্যপদের সংখ্যা: ২১
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: হোমিওপ্যাথিতে এমডি ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১
CCRH Recruitment 2021: আবেদনের যোগ্যতা
advertisement
যে সকল প্রার্থীরা সরকার স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ ইউনিভার্সিটি থেকে হোমিওপ্যাথিতে এমডি ডিগ্রি লাভ করেছেন তাঁরা আবেদনের যোগ্য। সে ক্ষেত্রে হোমিওপ্যাথি প্রতিষ্ঠানকে সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৩-এর অন্তর্গত হতে হবে। বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল নোটিশটি পড়ে দেখতে পারেন।
CCRH Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদে প্রার্থীরা ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
CCRH Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
advertisement
প্রার্থীদের নির্বাচনের জন্য মোট ১৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক প্রশ্নের মান হবে ১ এবং লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে লিখিত পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রার্থীদের প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
advertisement
প্রার্থীরা আবেদনের বিষয়ে আগ্রহী হলে এই লিঙ্কটিতে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন- https://www.ccrhindia.nic.in/index.html#/
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment: হোমিওপ্যাথি রিসার্চ অফিসার পদে কাজের সুযোগ, জানুন বিশদে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement