Zodiac Signs: নাটুকে স্বভাবের হন এই পাঁচ রাশির মানুষেরা! জেনে নিন সমঝে চলুন

Last Updated:
Astrology: লাইফস্টাইলের (Lifestyle) সুবিধার জন্য জেনে নেওয়া যাক ১২টি রাশির মধ্যে ঠিক কোন কোন রাশি (Zodiac Signs) এইরকম হয়!
1/6
#কলকাতা: জন্মগত ভাবেই হন বা পরিস্থিতির কারণে এই পাঁচ রাশির জাতক-জাতিকারা মানুষকে আর্কষণ করতে পিছ-পা হন না। এঁরা ভিড় বাসে বা এক ঘর লোকের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক কিছু বলে বা করে ফেলেন, তার ফলও ভুগতে হয় হাতেনাতে। কিন্তু যে কারণেই হোক এঁদের ভুলে থাকা সহজ নয়, আর সে জন্য সমস্ত রকম চেষ্টাও এই সব রাশির জাতক-জাতিকাদের করায়ত্ত। জেনে নেওয়া যাক ১২টি রাশির মধ্যে ঠিক কোন ৫টি রাশি থাকছে এই তালিকায়!
#কলকাতা: জন্মগত ভাবেই হন বা পরিস্থিতির কারণে এই পাঁচ রাশির জাতক-জাতিকারা মানুষকে আর্কষণ করতে পিছ-পা হন না। এঁরা ভিড় বাসে বা এক ঘর লোকের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক কিছু বলে বা করে ফেলেন, তার ফলও ভুগতে হয় হাতেনাতে। কিন্তু যে কারণেই হোক এঁদের ভুলে থাকা সহজ নয়, আর সে জন্য সমস্ত রকম চেষ্টাও এই সব রাশির জাতক-জাতিকাদের করায়ত্ত। জেনে নেওয়া যাক ১২টি রাশির মধ্যে ঠিক কোন ৫টি রাশি থাকছে এই তালিকায়!
advertisement
2/6
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অহঙ্কারী প্রকৃতির মেষ জাতক-জাতিকাদের চরিত্রে বিশেষ কিছু গুণাগুণ রয়েছে। এঁরা ক্ষমতাপ্রিয় এবং অন্যদের ওপর কর্তৃত্ব করতে সিদ্ধহস্ত। ড্রামা করার প্রবণতাও তার মধ্যে অন্যতম। মেষ জাতক-জাতিকারা নিজেদের কাজের ও পরিবারের মধ্যে ব্যালান্স ধরে রাখতে নানান রকম ড্রামা তৈরি করেন। এঁদের ধারণা এটি তাঁদের চরিত্রের এক বিশেষ গুণ।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অহঙ্কারী প্রকৃতির মেষ জাতক-জাতিকাদের চরিত্রে বিশেষ কিছু গুণাগুণ রয়েছে। এঁরা ক্ষমতাপ্রিয় এবং অন্যদের ওপর কর্তৃত্ব করতে সিদ্ধহস্ত। ড্রামা করার প্রবণতাও তার মধ্যে অন্যতম। মেষ জাতক-জাতিকারা নিজেদের কাজের ও পরিবারের মধ্যে ব্যালান্স ধরে রাখতে নানান রকম ড্রামা তৈরি করেন। এঁদের ধারণা এটি তাঁদের চরিত্রের এক বিশেষ গুণ।
advertisement
3/6
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সমালোচনা সহ্য করা বা মন দিয়ে অন্যের কথা শোনা এঁদের দু’চোখের বিষ। যে কোনও কাজে যখনই নিজের দোষ সকলের সামনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই এঁরা অকারণে বাহানা তৈরি করার চেষ্টা করেন। এঁদের ধারণা সিন ক্রিয়েট করে সাময়িক ভাবে দোষ থেকে রেহাই পাওয়া যাবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সমালোচনা সহ্য করা বা মন দিয়ে অন্যের কথা শোনা এঁদের দু’চোখের বিষ। যে কোনও কাজে যখনই নিজের দোষ সকলের সামনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই এঁরা অকারণে বাহানা তৈরি করার চেষ্টা করেন। এঁদের ধারণা সিন ক্রিয়েট করে সাময়িক ভাবে দোষ থেকে রেহাই পাওয়া যাবে।
advertisement
4/6
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। স্পর্শকাতর স্বভাবের কর্কট জাতক-জাতিকাদের দেখে বাইরে থেকে নরম স্বভাবের মনে হলেও ভেতরে ভেতরে এঁরা খুব সচেতন। তাই নিজের মনমতো চালনা করতে এঁরা অন্যদের সামনে নানান ড্রামা তৈরি করেন। এতেই পরিস্থিতি এঁদের দিকে ঘুরে যাবে এমনটাই ভাবেন এঁরা।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। স্পর্শকাতর স্বভাবের কর্কট জাতক-জাতিকাদের দেখে বাইরে থেকে নরম স্বভাবের মনে হলেও ভেতরে ভেতরে এঁরা খুব সচেতন। তাই নিজের মনমতো চালনা করতে এঁরা অন্যদের সামনে নানান ড্রামা তৈরি করেন। এতেই পরিস্থিতি এঁদের দিকে ঘুরে যাবে এমনটাই ভাবেন এঁরা।
advertisement
5/6
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সদা সতর্ক প্রকৃতির বৃশ্চিকরা উদ্দেশ্য পূরণের জন্য অনেক দূর অবধি যেতে পারেন। এঁদের চোখে ধুলো দেওয়া সহজ নয়। তাই এঁদের তৈরি করা ড্রামা চট করে বোঝা না গেলেও আখেরে এঁরা নিজের কাজ হাসিল করার জন্য সর্বদা প্রস্তুত।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সদা সতর্ক প্রকৃতির বৃশ্চিকরা উদ্দেশ্য পূরণের জন্য অনেক দূর অবধি যেতে পারেন। এঁদের চোখে ধুলো দেওয়া সহজ নয়। তাই এঁদের তৈরি করা ড্রামা চট করে বোঝা না গেলেও আখেরে এঁরা নিজের কাজ হাসিল করার জন্য সর্বদা প্রস্তুত।
advertisement
6/6
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এঁদের ড্রামা ক্যুইন বা কিং যাই বলা হোক না কেন এঁরা ড্রামা করতে ওস্তাদ। সে নিজের কাজ হাসিল করার প্রবণতাই হোক বা অন্যদের চালনা করার ইচ্ছা শক্তি মকর জাতকরা সব সময় ড্রামা তৈরি করেন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এঁদের ড্রামা ক্যুইন বা কিং যাই বলা হোক না কেন এঁরা ড্রামা করতে ওস্তাদ। সে নিজের কাজ হাসিল করার প্রবণতাই হোক বা অন্যদের চালনা করার ইচ্ছা শক্তি মকর জাতকরা সব সময় ড্রামা তৈরি করেন।
advertisement
advertisement
advertisement