Education: হিউম্যান জেনেটিক্স বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে? সুযোগ রয়েছে জেলার এই বিশ্ববিদ‍্যালয়ে, এখনই বিশদে জেনে নিন

Last Updated:

হিউম্যান জেনেটিক্স বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে ? তাহলে সেই সুযোগ মিলবে এবার পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বায়োলজির সঙ্গে হিউম্যান জেনেটিক্স বিষয়টি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে বলে বিশ্ববিদ‍্যালয় সূত্রে জানা গিয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয় 
বর্ধমান বিশ্ববিদ্যালয় 
পূর্ব বর্ধমান: হিউম্যান জেনেটিক্স বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে ? তাহলে সেই সুযোগ মিলবে এবার পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার বায়োলজির সঙ্গে হিউম্যান জেনেটিক্স বিষয়টি স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে বলে বিশ্ববিদ‍্যালয় সূত্রে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, অথবা জীবন বিজ্ঞান (লাইফ সায়েন্স) শাখার যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান জেনেটিক্স বিষয়টি নিয়ে পড়াশোনার জন‍্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
তবে উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স, ফার্মাসিস্ট বিষয়ে স্নাতক ব্যক্তিরাও নির্দিষ্ট বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভরতি হওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট এই কোর্সের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে ৩৬টি আসন বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট বিষয়ে যারা আবেদন করবেন তাঁদের অ্যাডমিশন ফি হিসাবে ১১,৭৩০ টাকা জমা দিতে হবে।
উল্লিখিত বিষয়গুলি ছাড়াও বিজ্ঞান বিভাগের ফিজিয়োলজি, পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, প্রাণীবিদ্যা, কম্পিউটার সায়েন্স, জিয়োস্পেশিয়াল সায়েন্স, জিয়োলজি, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা, রসায়ন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল, গণিত, মাইক্রোবায়োলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং মনোবিদ্যা এই ১৭টি বিভাগে স্নাতকদের ভরতি নেওয়া হবে।
advertisement
কলা বিভাগের ক্ষেত্রে গণজ্ঞাপন এবং সাংবাদিকতা, বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, এডুকেশন, উইমেন স্টাডিজ়, উর্দু, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, বাণিজ্য, সোশ্যাল ওয়ার্ক, সংস্কৃত, ফরাসি, আইন, অর্থনীতি-সহ মোট ২৪ টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভরতি হওয়ার সুযোগ রয়েছে।
advertisement
প্রথম দফার ভর্তি প্রক্রিয়া ৩ অক্টোবর থেকে ৪ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হবে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মেধাতালিকা প্রকাশের সম্ভাব‍্য তারিখ ২০ সেপ্টেম্বর। মেধা তালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম থাকবে, তাদের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর অনলাইন কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে। কলা এবং বিজ্ঞান বিভাগের প্রতিটি বিভাগের আসন সংখ্যা এবং কোর্স ফি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education: হিউম্যান জেনেটিক্স বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে? সুযোগ রয়েছে জেলার এই বিশ্ববিদ‍্যালয়ে, এখনই বিশদে জেনে নিন
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement