#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগের (Wealth Management Services Department) অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ! আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
হেলথ-ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স) | ১ |
ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট (ইনভেস্টমেন্ট এবং ইনস্যুরেন্স) | ২৮ |
ইনভেসমেন্ট রিসার্চ ম্যানেজার (পোর্টফোলিও এবং ডেটা অ্যানালিসিস ও রিসার্চ) | ২ |
পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট | ২ |
এনআরআই ওয়েলথ প্রোডাক্ট ম্যানেজার | ১ |
প্রোডাক্ট ম্যানেজার (ট্রেড এবং ফরেক্স) | ১ |
ট্রেড রেগুলেশন- সিনিয়র ম্যানেজার | ১ |
প্রোডাক্ট হেড প্রাইভেট ব্যাঙ্কিং | ১ |
গ্রুপ সেলস হেড | ১ |
প্রাইভেট ব্যাঙ্কার- রেডিয়েন্স প্রাইভেট | ২০ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) |
পদের নাম | হেলথ-ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৫৮ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | ৫ বছরের চুক্তির ভিত্তিতে |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৭.০১.২০২২ |
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের শর্টলিস্ট করে ইন্টাভিউয়ের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: ভারতীয় কোস্ট গার্ডে শীঘ্রই নিয়োগ! মাধ্যমিক, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরা আজই আবেদন করুন...
আবেদন ফি:
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ৬০০ টাকা, SC/ ST/PWD/মহিলা প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
বিশেষ ঘোষণা:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, প্রার্থীদের ৫ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Of Baroda, Recruitment 2022