Bangla News: প্রিয় স্যারের বিদায়ঘন মুহূর্তে চোখের জলে ভিজল পুরুলিয়ার কাশীপুর কলেজ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Bangla News: এ যেন শুধু একটি বিদায় নয়, বরং সেই দীর্ঘ পথচলার স্মৃতির একটি অমর অধ্যায়, যা কলেজের প্রতিটি কোণে জীবন্ত হয়ে থেকে যাবে।
পুরুলিয়া, শান্তনু দাস: এ যেন এক অন্য ধরনের ছবি! আবেগে ভরা এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল পুরুলিয়া জেলার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়। কলেজের সকলের প্রিয় অধ্যাপক ড. শুভ্রাংশু পান আসানসোলের কুলটি কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আর সেই উপলক্ষে তাঁর কলেজের শেষ দিনে একের পর এক আবেগঘন দৃশ্যের ছবি ধরা পড়ল গোটা কলেজ চত্বরে।
প্রিয় স্যারকে শেষবারের মত বিদায় জানাতে গিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষা কর্মী ও অধ্যাপক-অধ্যাপিকারা কেউই চোখের জল ধরে রাখতে পারলেন না। কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা মিশ্র বলেন, “শুভ্রাংশু স্যার আমাদের কাছে শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। স্যারের না-থাকা বিশ্বাসই করতে পারছি না। তিনি আর আমাদের পড়াবেন না, এই ভাবনাই মন খারাপ করে দিচ্ছে।”
advertisement
advertisement
২০০৬ সালে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কাশীপুর কলেজে যোগ দিয়েছিলেন কাটোয়ার বাসিন্দা ড. শুভ্রাংশু পান। সেই থেকে দীর্ঘ ১৯ বছর নিষ্ঠা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে তিনি অধ্যাপনার দায়িত্ব পালন করে এসেছেন। সেই পথচলায় তিনি হয়ে উঠেছিলেন ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক, অভিভাবক ও পথপ্রদর্শক। এবার তিনি নতুন দায়িত্বে কুলটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিচ্ছেন।
advertisement
বিদায়বেলায় আবেগাহত অধ্যাপক ড. শুভ্রাংশু পান বলেন, “দীর্ঘ উনিশ বছর ধরে আমরা সবাই মিলে এক পরিবারের মত ছিলাম। কিন্তু নতুন দায়িত্ব পালনের তাগিদে এই পরিবারকে ছেড়ে যেতে হচ্ছে। ছাত্র ছাত্রীদের ভালবাসা, সহকর্মীদের আন্তরিকতা চিরদিন স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।” এ যেন শুধু একটি বিদায় নয়, বরং সেই দীর্ঘ পথচলার স্মৃতির একটি অমর অধ্যায়, যা কলেজের প্রতিটি কোণে জীবন্ত থাকবে।
view commentsLocation :
Puruliya,West Bengal
First Published :
December 07, 2025 6:30 PM IST
