Indigo Flight Cancelled: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর ৭৬ ফ্লাইট বাতিল, ভোগান্তির শিকার হাজারও যাত্রী

Last Updated:

Indigo Flight Cancelled: ইন্ডিগো বিপর্যয়ে আজও বহু বিমান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান। আজও চরম দুর্ভোগে যাত্রীরা, ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ। আগে থেকে জানানো হচ্ছে না, অভিযোগ যাত্রীদের।

File photo
File photo
কলকাতাঃ  ইন্ডিগো বিপর্যয়ে আজও বহু বিমান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান। আজও চরম দুর্ভোগে যাত্রীরা, ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ। আগে থেকে জানানো হচ্ছে না, অভিযোগ যাত্রীদের। বিমানবন্দরে এসে জানতে পারছেন, দাবি অধিকাংশ যাত্রীর।
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫-এ (০০০০ ঘণ্টা থেকে ২৩৫৯ ঘণ্টা পর্যন্ত) কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের দিনের নির্ধারিত সূচির তুলনায় একাধিক উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
advertisement
advertisement
ইন্ডিগোর আজকের নির্ধারিত শিডিউল অনুযায়ী ১২৯টি ফ্লাইট ছাড়ার কথা ছিল(Departure) এবং ৯৭টি ফ্লাইট আসার(Arrival) কথা ছিল। তবে তার মধ্যেই ৫৩টি ছাড়ার এবং ২৩টি আসার ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।
সর্বশেষে খবর অনুসারে সকালের হিসেব অনুযায়ী বরিবার রাত ১২.০০ থেকে সকাল ১০.০০ পর্যন্ত-
    advertisement
  • নির্ধারিত ৪৩টি ছাড়ার ফ্লাইটের মধ্যে ১৪টি বাতিল হয়েছে।
  • নির্ধারিত ১৭টি আসার ফ্লাইটের মধ্যে ২টি বাতিল।
  • এছাড়া ৩০ মিনিটের বেশি দেরি হয়েছে ২টি আগমন ফ্লাইটে।
    হঠাৎ এত ফ্লাইট বাতিলের কারণ সম্পর্কে বিমানবন্দর বা এয়ারলাইন্সের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, প্রযুক্তিগত সমস্যা, অপারেশনাল ইস্যু বা ক্রু-সংক্রান্ত জটিলতাকেই প্রাথমিকভাবে কারণ বলে মনে করা হচ্ছে। দিনভর এই পরিস্থিতি অব্যাহত থাকলে আরও বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।
    view comments
    বাংলা খবর/ খবর/কলকাতা/
    Indigo Flight Cancelled: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর ৭৬ ফ্লাইট বাতিল, ভোগান্তির শিকার হাজারও যাত্রী
    Next Article
    advertisement
    Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
    ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
    • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

    • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

    • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

    VIEW MORE
    advertisement
    advertisement