কসবা ল কলেজের জেরে আশুতোষে কড়া হল নিয়ম! ক্যাম্পাসে ঢুকতে গেলে পড়ুয়া এবং বহিরাগতদের কী করতে হবে?
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Asutosh College News: সাউথ কলকাতা ল কলেজে সাম্প্রতিক ঘটনার জেরে এবার দক্ষিণ কলকাতার নামী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ কলেজও নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ করল। বহিরাগতদের প্রবেশ বন্ধ, প্রাক্তনদের জন্যও লাগবে অধ্যক্ষের অনুমতি, কলেজ ক্যাম্পাসে আড্ডার উপরেও টানা নজরদারির নির্দেশ জারি করল কলেজ কর্তৃপক্ষ।
সাউথ কলকাতা ল কলেজে বহিরাগতদের ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনার রেশ এবার এসে পৌঁছল আশুতোষ কলেজেও। কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল—যে কোনও বহিরাগতকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে অধ্যক্ষের লিখিত অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, প্রাক্তন ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
advertisement
কলেজ কর্তৃপক্ষের আরও নির্দেশ,
advertisement
এই নির্দেশিকা কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী— উভয়ের জন্যই প্রযোজ্য।
সাফ বার্তা কলেজ কর্তৃপক্ষের— নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নয়।
এই নির্দেশিকা শুধুমাত্র বর্তমান পড়ুয়াদের জন্য নয়, প্রাক্তনদের জন্যও সমানভাবে প্রযোজ্য।
advertisement
কলেজ কর্তৃপক্ষের দাবি, “আমরা চাই ছাত্রছাত্রীরা যেন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা দেওয়ার জায়গা হিসেবেই রাখার পক্ষেই আমরা। তাই কোনওরকম বিশৃঙ্খলা বা বহিরাগত প্রভাব বরদাস্ত করা হবে না।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 2:00 PM IST