রেলওয়ের নতুন অ্যাপ! এক ক্লিকে টিকিট বুকিং, খাবার অর্ডার-সহ একগুচ্ছ পরিষেবা! জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Ticket Booking: শুধুমাত্র একটি অ্যাপ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা—যেখানে রেলযাত্রীদের জন্য থাকবে সম্পূর্ণ সংযুক্ত ও সুরক্ষিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আপনার হাতের মুঠোয়। এক ছাতার তলায় এবার মিলবে ভারতীয় রেলের প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবা। কীভাবে এই অ্যাপ কাজ করে, আর কী কী সুবিধা পেতে চলেছেন আপনি, তারই বিস্তারিত রইল।
advertisement
advertisement
advertisement
RailOne শুধুমাত্র একটি অ্যাপ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা—যেখানে রেলযাত্রীদের জন্য থাকবে সম্পূর্ণ সংযুক্ত ও সুরক্ষিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আপনার হাতের মুঠোয়। এখন আর অ্যাপে অ্যাপে ঘুরে বেড়ানোর দিন শেষ—এক ছাতার তলায় এবার মিলবে ভারতীয় রেলের প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবা। কীভাবে এই অ্যাপ কাজ করে, আর কী কী সুবিধা পেতে চলেছেন আপনি, তারই বিস্তারিত রইল নীচে।
advertisement
কী আছে RailOne অ্যাপে? এই নতুন অ্যাপটি এক ছাতার নিচে রেল সংক্রান্ত একাধিক পরিষেবা নিয়ে এসেছে। আগে যাত্রীদের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হত — যেমন টিকিট বুকিং-এর জন্য Rail Connect, খাবার অর্ডারের জন্য IRCTC eCatering, অভিযোগের জন্য Rail Madad, ট্রেন খোঁজার জন্য National Train Enquiry। এখন সব পরিষেবা পাওয়া যাবে একটাই প্ল্যাটফর্মে।
advertisement
advertisement
advertisement
advertisement