Soft Ice Cream : সফ্ট আইসক্রিম কীভাবে তৈরি হয়? হুহু করে বিকোচ্ছে! জানুন

Last Updated:

Soft Ice Cream : তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, এ সময় আমাদের সবার প্রথমে যে খাবারটির কথা মনে পরে সেটি হলো সফ্ট আইসক্রিম। পানীয় জলের পাশাপাশি সফ্ট আইসক্রিম ও মালাই কুলফির চাহিদা বেশ অনেকটাই বেড়েছে।

+
সফ্ট

সফ্ট আইসক্রিম 

দক্ষিণ দিনাজপুর :তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, এ সময় আমাদের সবার প্রথমে যে খাবারটির কথা মনে পরে সেটি হল সফ্ট আইসক্রিম। পানীয় জলের পাশাপাশি সফ্ট আইসক্রিম ও মালাই কুলফির চাহিদা বেশ অনেকটাই বেড়েছে।কিন্তু সচরাচর তো হাতের কাছে আইসক্রিম বা মালাই কুলফি পাওয়া যায় না। তাই খাবার ইচ্ছে হলেও সবসময় আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কুলফি খেতে পারি না। কিন্তু আপনি কি জানেন কোথায় গেলে খুব সহজেই হাতের নাগালে পাবেন সফ্ট আইসক্রিম?
আরও পড়ুন:
advertisement
তবে আসতে হবে বালুরঘাট শহরের আখিরা পাড়া এলাকায়। যেখানে খুব কম সময়ে আপনি হাতের নাগালে পেয়ে যাবেন রকমারি স্বাদের সফ্ট আইসক্রিম থেকে মালাই কুলফি। বিয়ে থেকে শুরু করে জন্মদিন, যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আইসক্রিম অনেকটাই জায়গা দখল করেছে। তবে কম দামের পাশাপাশি স্বাস্থ্যকর একাধিক ফ্লেভারের আইসক্রিমের স্বাদ নিতে হলে বালুরঘাট শহরের আখিরা পাড়া এলাকায় আসতেই হবে।
advertisement
উল্লেখ্য, তীব্র গরমে শরীরকে জুড়িয়ে নিতে আইসক্রিম এর স্বাদ পেতে কে না চায়? গরম বাড়লেই আইসক্রিমের চাহিদাও বাজারে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলি তুলনায় চলতি বছরে তাপমাত্রা বৃদ্ধি পাবার ফলে অন্যান্য বারের তুলনায় এ বছর আইসক্রিমের চাহিদা একটাই বেশি। গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই সফ্ট আইসক্রিম।অগ্নিমূল্যের বাজারে আইসক্রিম এর কাঁচামাল কিনতে খরচ বাড়লেও বাড়েনি জয়ন্ত বাবুর আইসক্রিম, কুলফি মালাই-এর দাম। এর ফলে মুনাফার পরিমাণ কমে গেলেও সাধারণ খদ্দেরের কথা মাথায় রেখে আইসক্রিম এর দাম অপরিবর্তিত রেখেছেন তিনি।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Soft Ice Cream : সফ্ট আইসক্রিম কীভাবে তৈরি হয়? হুহু করে বিকোচ্ছে! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement