Durga Puja 2023: মা আসছেন! দুর্গা পুজোর আর ক'দিন বাকি জানেন? কুমোরটুলি থেকে বারোয়ারি কোমড় বেঁধে ময়দানে

Last Updated:
Durga Puja 2023: এখন জোর কদমে চলছে ছোট প্রতিমা গড়ার কাজ। একচালা সাবেকি প্রতিমা এক থেকে তিন ফুটের মধ্যে।
1/10
আর মাত্র ১২২ দিন। রথ‌যাত্রার দিন থেকেই শুরু হয়ে‌ ‌যায় দিন গোনা।বারোয়ারির খুঁটি পুজো আর কুমোরটুলিতে প্রতিমার বায়না ‌যে ওদিনই করা শুভ মনে করে বাঙালি। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
আর মাত্র ১২২ দিন। রথ‌যাত্রার দিন থেকেই শুরু হয়ে‌ ‌যায় দিন গোনা।বারোয়ারির খুঁটি পুজো আর কুমোরটুলিতে প্রতিমার বায়না ‌যে ওদিনই করা শুভ মনে করে বাঙালি। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
2/10
বারোয়ারির খুঁটি পুজো আর কুমোরটুলিতে প্রতিমার বায়না ‌যে ওদিনই করা শুভ মনে করে বাঙালি। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
বারোয়ারির খুঁটি পুজো আর কুমোরটুলিতে প্রতিমার বায়না ‌যে ওদিনই করা শুভ মনে করে বাঙালি। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
3/10
বাঙালির মহোৎসব দুর্গাপুজোর কর্ম‌যজ্ঞ মূল কারিগর এই কুমোরটুলি। শুরু চরম কর্মব্যস্ততা। এখন থেকে দিনরাত এক করে কাজ, ছুটি মিলবে সেই দীপাবলীরর পর। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
বাঙালির মহোৎসব দুর্গাপুজোর কর্ম‌যজ্ঞ মূল কারিগর এই কুমোরটুলি। শুরু চরম কর্মব্যস্ততা। এখন থেকে দিনরাত এক করে কাজ, ছুটি মিলবে সেই দীপাবলীরর পর। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
4/10
এখন সব সাবেকি আর প্রচলিত মুর্তির কাজ এগিয়ে রাখছেন শিল্পীরা। থিমের ঠাকুরের বায়না মিলতেই শুরু হবে পরিকল্পনা। শিল্পী মননে আর কর্মকর্তাদের ভাবনায় মুর্ত হবে থিমের ভাবনা।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
এখন সব সাবেকি আর প্রচলিত মুর্তির কাজ এগিয়ে রাখছেন শিল্পীরা। থিমের ঠাকুরের বায়না মিলতেই শুরু হবে পরিকল্পনা। শিল্পী মননে আর কর্মকর্তাদের ভাবনায় মুর্ত হবে থিমের ভাবনা।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
5/10
কুমোরটুলির ব্যস্ততা শুরু হেয়েছ আরও কয়েক দিন আগে, কাঠামোয় খড় বেঁধে তৈরি হচ্ছে দেহাবয়ব। বর্ষা শুরুর আগে কিছুটা মাটির প্রলেপ পড়ে গেলে নিশ্চিন্ত থাকবে শিল্পী। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
কুমোরটুলির ব্যস্ততা শুরু হেয়েছ আরও কয়েক দিন আগে, কাঠামোয় খড় বেঁধে তৈরি হচ্ছে দেহাবয়ব। বর্ষা শুরুর আগে কিছুটা মাটির প্রলেপ পড়ে গেলে নিশ্চিন্ত থাকবে শিল্পী। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
6/10
চড়া রোদের সদব্যবহার। শুকিয়ে নেওয়া দেবীর মুখাবয়ব। বর্ষা আসার আগেই কুমারটুলি সেরে রাখে এসব কাজ। বাকি থাকলে শুকাতে হয় তুষের আগুনে।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
চড়া রোদের সদব্যবহার। শুকিয়ে নেওয়া দেবীর মুখাবয়ব। বর্ষা আসার আগেই কুমারটুলি সেরে রাখে এসব কাজ। বাকি থাকলে শুকাতে হয় তুষের আগুনে।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
7/10
এখন জোর কদমে চলছে ছোট প্রতিমা গড়ার কাজ। একচালা সাবেকি প্রতিমা এক থেকে তিন ফুটের মধ্যে। দেবী সিংহে আসীন, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সব বাহন সহ এই ছোট প্রতিমা চহিদা কিন্তু কম নয়।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
এখন জোর কদমে চলছে ছোট প্রতিমা গড়ার কাজ। একচালা সাবেকি প্রতিমা এক থেকে তিন ফুটের মধ্যে। দেবী সিংহে আসীন, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সব বাহন সহ এই ছোট প্রতিমা চহিদা কিন্তু কম নয়।(ছবি ও লেখা: শিপ্রা রায়)
8/10
অনেক প্রতিমারই মাটির কাজ শেষ পর্যায়। রঙের প্রলেপ পড়লেই শাড়ি, অলংকার আর অস্ত্রসস্ত্রে সুসজ্জিত দেবী পাড়ি দেবেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে! (ছবি ও লেখা: শিপ্রা রায়)
অনেক প্রতিমারই মাটির কাজ শেষ পর্যায়। রঙের প্রলেপ পড়লেই শাড়ি, অলংকার আর অস্ত্রসস্ত্রে সুসজ্জিত দেবী পাড়ি দেবেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে! (ছবি ও লেখা: শিপ্রা রায়)
9/10
চলছে খড়ের উপর মাটি লেপে বিভিন্ন আকারের চটা তৈরি। দেবীর কাপড়, গয়না তৈরিতে লাগবে এই খড়ের চটা। রঙের প্রলেপ চড়িয়ে এই চটাই হয়ে উঠবে জামদানী কিংবা বেনারসী। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
চলছে খড়ের উপর মাটি লেপে বিভিন্ন আকারের চটা তৈরি। দেবীর কাপড়, গয়না তৈরিতে লাগবে এই খড়ের চটা। রঙের প্রলেপ চড়িয়ে এই চটাই হয়ে উঠবে জামদানী কিংবা বেনারসী। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
10/10
মণ্ডপসজ্জায় লাগবে মাটির মুরাল। থিমের পুজোয় মণ্ডপও সেজে উঠবে মাটির সাজে। মৃৎশিল্পী ব্যস্ত মুরাল তৈরির কাজে। (ছবি ও লেখা: শিপ্রা রায়)
মণ্ডপসজ্জায় লাগবে মাটির মুরাল। থিমের পুজোয় মণ্ডপও সেজে উঠবে মাটির সাজে। মৃৎশিল্পী ব্যস্ত মুরাল তৈরির কাজে। (ছবি ও লেখা: শিপ্রা রায়)