Dakshin Dinajpur News: রোগীর পরিজনদের অবসাদ কাটাতে হাসপাতালে থাকবে লাইব্রেরি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
রোগীর পরিজনদের মানসিক স্বস্তি দিতে এবার সরকারি হাসপাতালে গড়ে উঠছে লাইব্রেরি
দক্ষিণ দিনাজপুর: হাসপাতালে রোগ সারাতে যেমন ওষুধের প্রয়োজন, তেমনই মানসিক অবসাদ কাটাতে বই খুবই প্রয়োজন। তাই উত্তরবঙ্গে এই প্রথমবার বালুরঘাট জেলা হাসপাতালে তৈরি হতে চলেছে লাইব্রেরি। আর হ্যাঁ এই লাইব্রেরিতেই মিলবে রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, শেক্সপিয়র থেকে ওয়ার্ডসওয়ার্থ সব লেখকের বই। জেলা হাসপাতালের পুরনো সুপারের অফিসেই এই লাইব্রেরি গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, বালুরঘাট জেলা হাসপাতালের ওয়েটিং রুম থেকে শুরু করে হাসপাতালের আনাচে কানাচে নানা জায়গায় রোগীর আত্মীয়দের অপেক্ষা করতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, অপেক্ষারত রোগীর আত্মীয়দের অনেককেই এই উদ্যোগের মাধ্যমে বইমুখী করা যাবে। এতে রোগীর পরিজনদের মানসিক অবসাদ কাটবে। যেকোনও রকম মানসিক দুর্যোগ কাটিয়ে ওঠার পক্ষে, ভুলে থাকার পক্ষে বই অপরিহার্য উপাদান। ওষুধের পরেই বইয়ের স্থান৷ এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো সুপারের অফিসেই লাইব্রেরি কক্ষ গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। হাসপাতালের নিজস্ব উদ্যোগেই এই লাইব্রেরি গড়ে তোলা হবে। ইতিমধ্যেই বেশকিছু বই চলে এসেছে। ওই কক্ষে বসার জায়গাও করা হচ্ছে। পুরোটাই সিসিটিভিতে নজরদারি করা হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, এখন মোবাইলের যুগ। তাই বই পড়ার আগ্রহ কমছে। কিন্তু বই পড়লে মানুষের অবসাদ কাটে। তাই হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনদের মানসিক অবসাদ কাটাতে আমরা একটা লাইব্রেরি খুলছি। আমাদের স্বাস্থ্যকর্মীরাও অনেক সময় অবসাদে ভোগেন। তাঁদেরও বইমুখী করবার প্রয়াস নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই লাইব্রেরি খুলে দেওয়ার।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: রোগীর পরিজনদের অবসাদ কাটাতে হাসপাতালে থাকবে লাইব্রেরি