South Dinajpur News : শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে এ কী হল! গঙ্গারামপুরের ঘটনা দেখলে চমকে যেতে হবে
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News :মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়া এলাকায়।
#দক্ষিণ দিনাজপুর: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের। গুরুতর অসুস্থ মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম তপন বন্দ্যোপাধ্যায় (৭০) তন্ময় তপন বন্দ্যোপাধ্যায় (৩০) আহত গৃহবধুর নাম তাপসী চট্টোপাধ্যায়(৫৫)।
উল্লেখ্য,গঙ্গারামপুর পুরসভার হাইস্কুল পাড়ার বাসিন্দা তপন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় উঠোনে মেলে দেওয়া কাপড় তুলতে যান। উঠোনে কাপড় মেলবার লোহার তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটবার ফলে তপনবাবু তড়িদাহত হয়ে পড়েন। তপন বাবুকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন তার ছেলে তন্ময় ।পরবর্তীতে স্বামী ও ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হন তাপসী।
আরও পড়ুন: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা
সূত্রের খবর, এরপর চিৎকার চেঁচামচির জেরে পথ চলতি মানুষ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। সেইসঙ্গে তড়িঘড়ি তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাপসী গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 7:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে এ কী হল! গঙ্গারামপুরের ঘটনা দেখলে চমকে যেতে হবে