Dakshin Dinajpur News: প্রকল্পের প্রতিশ্রুতি নয়, পরিবেশ রক্ষার কথা বলে ভোটে জয়ী বাম নেতা

Last Updated:

Dakshin Dinajpur News : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন সিপিএম নেতা পলাশ মণ্ডল। তিনি পেশায় শিক্ষক। ভোটে জিতে গ্রামবাসীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির কাজ করছেন তিনি

+
title=

দক্ষিণ দিনাজপুর: এও কি সম্ভব! পঞ্চায়েত ভোটে জয়ী বাম নেতা কোনও প্রকল্প পাইয়ে দেওয়া বা উন্নয়নের কথা বলছেন না। বালুরঘাটের জয়ী সিপিএম প্রার্থী পলাশ মণ্ডলের মুখে সবার আগে পরিবেশের কথা। ভারতীয় রাজনীতিতে আপাতভাবে অসম্ভব মনে হলেও তাকে বাস্তবে সম্ভব করে তুলেছেন এই বাম নেতা।
পরিবেশ খায় না মাথায় দেয় এই নিয়ে ধারণা বহু সাধারণ মানুষের নেই। এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকেই সাধারণত কাঠগড়ায় তুলে থাকে পরিবেশবিদরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক দলগুলি পরিবেশ ইস্যুতে গুরুত্ব দেয় না বলেই আমজনতার মধ্যে এই নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি। যদিও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতখন্ড পঞ্চায়েতের ২ নম্বর হাসইল গ্রাম সংসদের আসন থেকে জয়ী পলাশ মণ্ডলের কাজ ও ভাবনা এক লহমায় সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে।
advertisement
advertisement
তৃণমূলের সুজন দেবনাথকে ৩৫ ভোটে হারিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী হন পলাশ মণ্ডল। ওই সংসদের মোট ৬৬২ টি ভোটের মধ‍্যে তিনি ভোট পেয়েছেন ২৬৬ টি। তবে ভোট প্রচারে তাঁর পরিবেশ ভাবনা গ্রামের মানুষের মধ্যে সাড়া ফেলে। ভোট বাক্সের সেটাই প্রতিফলিত হয়েছে বলে সকলের ধারণা। ভোটে জিতেই পলাশবাবু তাঁর গ্রামকে নির্মল গ্রাম করে তোলার কাজ শুরু করে দিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সকলকে এর প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছেন। এই প্রসঙ্গে ওই বাম নেতার বক্তব্য, গাছ, পুকুর, খাল-বিল এগুলোকে মানুষের স্বার্থেই রক্ষা করতে হবে। তিনি নিজের গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলতে চান। পার্শ্ববর্তী অযোধ্যা গ্রামের কালিদাসী বিদ্যানিকেতনে শিক্ষকতা করেন পলাশবাবু। তাঁর কর্মকাণ্ডে আশার আলো দেখছেন পরিবেশপ্রেমীরা। এখন দেখার শেষ পর্যন্ত কতটা কী করে উঠতে পারেন এই বাম নেতা।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: প্রকল্পের প্রতিশ্রুতি নয়, পরিবেশ রক্ষার কথা বলে ভোটে জয়ী বাম নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement