PM Modi: মুখে আনলেন 'ইন্ডিয়ান মুজাহিদিন'-র নাম! INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির

Last Updated:

PM Modi: সূত্রের খবর, এবার সংসদে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা।

INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির
INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির
নয়া দিল্লি: বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। সূত্রের খবর, এবার সংসদে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলি এই কৌশল নিতে পারে বলে সূত্রে খবর। পাশাপাশি এদিনই বিজেপি ইন্ডিয়া শিবিরের রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদি।
অন্যদিকে, বাদল অধিবেশনে এদিনই ছিল বিজেপির প্রথম সংসদীয় দলের বৈঠক। সংসদের লাইব্রেরি ভবনে এ বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা।
advertisement
বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬টি বিরোধী দলের জোট ‘INDIA’-কে তীব্র আক্রমণ করেন। বিজেপি সংসদীয় দলের বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও India শব্দটি ছিল। একইভাবে ইন্ডিয়াতেও আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নামও। শুধু নামেই India রেখে কিছুই পাওয়া যায় না।”
advertisement
বিরোধী দলগুলিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিরোধীরা ছিন্নভিন্ন এবং মরিয়া। বিরোধীদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় আসার ইচ্ছা তাদের নেই।”
অন্যদিকে, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মোদি মন কি বাত করেন। কিন্তু মানুষের মনে কি আছে, তা উনি জানেন না। তাই এই সব বলে চলেছেন। উনি তো মন কি বাত করেন। কিন্তু উনি কি মানুষের মনের কথা শোনেন? কীসের অমৃত কলস? এটা কি অমৃত কাল চলছে। কী হচ্ছে চারিদিকে। বিরোধীরা ঠিক পথে চলেছে। সেই জন্যেই উনি INDIA জোটের বৈঠক দিন NDA বৈঠক করলেন। তাতে আবার আন রেজিস্ট্রার্ড দল রয়েছে। আর INDIA রাজনৈতিক নাম নয়। এটা উন্নয়ন কথা বলে এগোচ্ছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: মুখে আনলেন 'ইন্ডিয়ান মুজাহিদিন'-র নাম! INDIA জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement