Hooghly News: পুলিশ থানার সামনে আইনজীবীকে জুতোপেটা দুই মহিলার! দেখুন ভিডিও
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
চুঁচুড়া আদালতের এক আইনজীবীকে জুতো পেটা করছে দুই মহিলা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে, হুগলিতে।
হুগলি: চুঁচুড়া আদালতের এক আইনজীবীকে জুতো পেটা করছে দুই মহিলা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে, হুগলিতে। ভিডিওতে দেখা যাচ্ছে দুই মহিলা চুঁচুড়া থানার সামনেই আইনজীবী মলয় মজুমদারকে জুতোপেটা করছেন।
ঘটনার সূত্রপাত আইনজীবীর বাড়ি থেকে, তার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতে আসেন ওই মহিলা কাবেরী প্রামানিক চক্রবর্তী। নিজের মেয়েকে নিয়ে আইনজীবীর বাড়িতে ভাড়া থাকতেন নিচের তলায়।
advertisement
ভাড়াটে ওই মহিলার অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেন,কু প্রস্তাব দেন আইনজীবীর অপর এক ভাড়াটে। বিষয়টি আইনজীবীকে জানালে তিনি মিটিয়ে দেবেন বলেন।কিন্তু দিনের পর দিন একই ঘটনা চলতেই থাকে।ভাড়াটে মহিলার অভিযোগ তাকে মারধর করার পাশাপাশি দোকানে ঢুকে হুমকিও দেওয়া হয়। গত দু বছর ধরে মেয়েকে নিয়ে ভাড়া রয়েছেন তিনি।দিনের পর দিন হেনস্তার শিকার হয়ে পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা করলে লাভ হবে না বলে আইনজীবী মহিলাকে জানিয়ে দেয়। দুই ভাড়াটের বিবাদ মিটিয়ে দেওয়ার কথা বললেও তা করেননি ৷ উল্টে অভিযুক্ত ভাড়াটের পক্ষ নিয়ে আইনজীবী হুমকি দেন।
advertisement
এর পর মহিলা থানায় অভিযোগ করতে গেলে থানার সামনে আইনজীবীকে দেখে তাদের মধ্যে বচসা শুরু হয়। ভাড়াটে মহিলা ও তার মা জুতো দিয়ে মারতে থাকে।
আইনজীবী মলয় মজুমদারের দাবী, তিনি ওই মহিলার কাছে গান শেখেন। দুজন ভাড়াটের মধ্যে ঝগড়া ছিল তিনি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাদের অভিযোগ মিথ্যে। মহিলার মানসিক সমস্যা আছে বলেও দাবী তাঁর। চুঁচুড়া থানায় আজ মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে নির্ধারিত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 4:47 PM IST